সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:২২ অপরাহ্ন
Uncategorized

আমি ক্লাস ১০ পাশ করিনি, অশিক্ষিত: স্বস্তিকা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

শিক্ষাগত যোগ্যতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। আচমকা এমন কী ঘটল যে নিজের শিক্ষার ব্যাপারে স্বস্তিকা জানালেন, তিনি বাংলা, হিন্দি, ইংরেজি, কোনও ভাষাতেই দক্ষ নন। তাঁর ছবি দেখলে বা কথা বললে তো মনে হয়, তিন ভাষাতেই যথেষ্ট দখল তাঁর।

কী ঘটল হঠাৎ? রেডিয়ো জকি, অভিনেতা ও কমেডিয়ান মীর আফসার আলি এবং ‘টুম্পা’ খ্যাত অভিনেতা সায়ন ঘোষের একটি ছবির তলায় কমেন্ট করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। জানিয়েছিলেন, তিনি সায়ন ঘোষের বড় ফ্যান। ‘টুম্পা’ গানটি তাঁর জীবনের মন্ত্র। মন্ত্রের বানান ও উচ্চারণে প্রকাশ পেয়েছিল সংস্কৃত ছোঁয়া। কিন্তু এক নেটাগরিক প্রশ্ন তোলেন, ‘মন্ত্র’-এর বদলে তিনি ‘মান্ত্রা’ কেন লিখবেন। তবে কি তিনিও ‘অবাঙালি’ হওয়ার চেষ্টা করছেন? নেটাগরিকের মতে, হিন্দি অধ্যুষিত এলাকার প্রভাব পড়ছে তাঁর মধ্যে।

সেই কথোপকথনের জল গড়িয়ে যায় শিক্ষা অশিক্ষার দিকে। স্বস্তিকার ভাষাজ্ঞানের দিকে আঙুল তোলা হয়। স্বস্তিকা সাধারণত এই সমস্ত ট্রোলের উত্তর দিয়ে থাকেন। এ বারও তাই হয়েছে। কিন্তু আগের মতো তিনি যুক্তির সাহায্য না নিয়ে রসিকতায় মুড়লেন তাঁর উত্তরগুলিকে। সোজাসাপটা জানিয়ে দিলেন, আমি তো নিজেই বলছি, আমি অশিক্ষিত। কী বিপদ! তাতেও আপনার শান্তি হচ্ছে না। এ রকম করলে খেলব না। আরও একটি কমেন্টে লেখেন, আমি ক্লাস ১০-ও পাশ করিনি। বাংলা, হিন্দি, ইংরেজি-কোনওটাই ঠিক করে জানি না। একটু মানিয়ে নিন। আর কী করব।

তাতেও হাল ছাড়েননি নেটাগরিক। তিনি একের পর এক কমেন্ট করে গিয়েছেন। তবে স্বস্তিকার পাশে এসে দাঁড়িয়েছেন অনেক ইনস্টা-বাসী। তাঁরা কেউ যুক্তি দিয়ে, কেউ বা আবার রসিকতার ছলেই ট্রোলের উত্তর দিয়েছেন। সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ