মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
Uncategorized

সস্ত্রীক করোনামুক্ত নায়ক ফারুক

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

সস্ত্রীক করোনামুক্ত হলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ও তার স্ত্রী ফারহানা ফারুক। জানা গেছে, গত ১৫ ডিসেম্বর করোনা টেস্ট করালে রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে দুজনই সুস্থ আছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর গত ১৬ নভেম্বর সন্ধ্যায় নগরীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ফারুককে। তারপর থেকে ফারুকের পাশেই ছিলেন তার মেয়ে তুলসি ও স্ত্রী ফারহানা। কিন্তু ২৩ নভেম্বর জানতে পারেন তুলসি করোনা পজিটিভ। আবারও কোভিড-১৯ পরীক্ষা করা হলে ৩ ডিসেম্বর জানতে পারেন ফারুকের স্ত্রীও করোনা পজিটিভ। পরে ফারুক-ফারহানা দম্পতি নগরীর এভারকেয়ার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। কিছুদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিকভাবে সুস্থ বোধ করেন তারা। কিন্তু করোনামুক্ত না হয়ে সস্ত্রীক হাসপাতাল থেকে বাসায় ফেরেন ফারুক। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে ছিলেন তারা।

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ফারুকের। ১৯৭৩ সালে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হয়’। ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’ দুটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। এরপর ১৯৭৫ সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ দুটি ব্যবসা সফল ও আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন এবং সে বছর ‘লাঠিয়াল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ