শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন
Uncategorized

দুদকের মামলা অনুমোদন, যেকোনো সময় সেলিম খাঁন গ্রেফতার

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২

জমজমাট রিপোর্ট

চাঁদপুরের বিতর্কিত চেয়ারম্যান এবং আলোচিত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার মালিক সেলিম খানের বিরুদ্ধে মামলার অনুমোদন হয়েছে। দুর্নীতি দমন সংস্থা চলতি সপ্তাহেই মামলা দায়ের করতে যাচ্ছে আর মামলা দায়েরের পর-পরই গ্রেফতার হবেন সেলিম খান।

এদিকে জনতা ব্যাংকের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে ওই টাকা ফেরত না দেয়ায় আরেক চলচ্চিত্র প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে ২০১৯ সালে মামলা হলেও তিনি গ্রেফতার হননি। বরং বর্তমানে তিনি প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন। তাঁর ঘনিষ্টজনের দাবী, আব্দুল আজিজ জামিন নিয়েছেন। কিন্তু একইভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন সোনালী ব্যাংক থেকে আড়াই হাজার কোটি টাকা ঋণ নিয়ে ওই মামলায় হলমার্ক গ্রুপের মালিক তানভীর মাহমুদ ২০১২ সাল থেকে জেল খাটছেন। এক্ষেত্রে প্রশ্ন জেগেছে, কোন ক্ষমতাবলে জাজ মাল্টিমিডিয়ার মালিক আব্দুল আজিজ তাঁরই মালিকানাধীন ক্রিসেন্ট ফুটওয়ার নামীয় প্রতিষ্ঠানের জন্যে জনতা ব্যাংক থেকে হাজার-হাজার কোটি টাকা ঋণ নিয়ে ওই টাকা ফেরত না দিয়েই গোপনে সব মামলায় জামিন নিলেন। যদিও আব্দুল আজিজের বড়ভাই আব্দুল কাদের এখনও জনতা ব্যাংকের দায়ের করা মামলায় জেল খাটছেন এবং আজিজের মা পলাতক আছেন।

বিতর্কিত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার মালিক সেলিম খানের সাথে সম্প্রতি ভারতে গ্রেফতার হওয়া প্রতিমন্ত্রী পার্থ চ্যাটার্জির সম্পর্ক ছিল বলে শোনা যায়। উল্লেখ্য, কলকাতার আনন্দ বাজার পত্রিকা বলছে পার্থ বাবুর ঘনিষ্ট হিসেবে পরিচিত মোনালিসা দাস নামের এক নারী ঘনঘন বাংলাদেশে আসা-যাওয়া করতেন এবং তিনি অবৈধ হুন্ডি ব্যবসার সাথে জড়িত ছিলেন। এছাড়া আনন্দবাজার পত্রিকার দাবী, মোনালিসা দাসের সাথে বাংলাদেশের কিছু জঙ্গী গ্রুপের গোপন সম্পর্ক ছিলো।

উল্লেখ্য, সেলিম খান ভারতে নিজের কোম্পানির নামে অফিস খুলে সেদেশে চলচ্চিত্র প্রযোজনা করছেন। তাঁর কোম্পানির নাম শাপলা মিডিয়া ইন্ডিয়া লিমিটেড। একই কায়দায় জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজও কলকাতায় ২০১৬ সালে অফিস খুলে সেদেশের চলচ্চিত্রে কোটিকোটি টাকা বিনিয়োগ করেন। ভারতে আব্দুল আজিজের কোম্পানির নাম জাজ মাল্টিমিডিয়া ইন্ডিয়া লিমিটেড।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ