শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
Uncategorized

১৪ অক্টোবর আসছে মাইকেল বাবু-রতনের কোরিওগ্রাফিতে ‘রাগী’ সিনেমার গান

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

রঞ্জু সরকার

আগামী ১৪ অক্টোবর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিনেমার পর্দা কাঁপাতে আসছে মিজানুর রহমান মিজান পরিচালিত চলচ্চিত্র ‘রাগী’। এই সিনেমার কাহিনি ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

এ্যাকশন ধর্মী এই সিনেমাটা বাংলাদেশের দর্শকদের এক ভিন্নতার স্বাদ দিবে এমনটাই আশাবাদ ব্যাক্ত করেছেন ছবির পরিচালক মিজান। ‘রাগী’ চলচ্চিত্রের গান কোরিওগ্রাফি করেছেন চলচ্চিত্রের নৃত্য পরিচালক মাইকেল বাবু ও রতন।

ড্যান্স কোরিওগ্রাফার মাইকেল বাবু বলেন, চমৎকার গানের কথা এবং চমৎকার ছিলো শিল্পীদের গায়কি ধরন, অনেক ভালো বাজেট ছিলো এই সিনেমার গানের জন্য, কক্সবাজার, ফিল্ম ভ্যালী ও ফাইভস্টার হোটেলের মনোরম লোকেশনে অনুযায়ী সেট তৈরি করে গানের চিত্রায়ণ করা হয়েছে। আমি আশাবাদী সিনেমার গানটি দর্শক হৃদয় ছুয়ে যাবে।

পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, ‘রাগী’ সিনেমাটি সম্পুর্ন এ্যাকশনধর্মী একটি ফিল্ম, যা দেখে আমাদের দর্শক তামিল সিনেমার স্বাদ পাবে বলে আমার বিশ্বাস। আমার সিনেমার এ্যাকশন দৃশ্যগুলো পরিচালনা করেছেন কামাল মাহমুদ, দেলোয়ার হোসেন দিলু ও আরমান।

পরিচালক আরো বলেন – বহুদিন পরে এই সিনেমার মধ্যদিয়ে আবারো পর্দায় দেখা যাবে একসময়ের হার্টথ্রব নায়িকা মুনমুনকে, তবে নায়িকা হিসেবে না, তিনি কাজ করেছেন একটি চ্যালেঞ্জিং চরিত্রে, দর্শক নতুন এক মুনমুনকে খুজে পাবে এই সিনেমার মধ্যদিয়ে, এটা আমার বিশ্বাস। মুনমুন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আবির চৌধুরী, আচল, মৌমিতা সহ আরো অনেক নামীদামী শিল্পী।

জাকিরা খাতুন জয়া প্রযোজিত রাগী সিনেমায় আহাম্মেদ হুমায়ুন এর সংগীত পরিচালনায় গান করেছেন ইমরান, কণা, শাওন গান ওয়ালা ও কর্ণিয়া, এবং এই গানগুলো চিত্রায়িত করার জন্য কোরিওগ্রাফার হিসেবে ছিলেন বর্তমান চলচ্চিত্রের অন্যতম ড্যান্স কোরিওগ্রাফার মাইকেল বাবু রতন।

রঙমঞ্চ থেকে আস্থা কথাচিত্রের ব্যানারে ‘রাগী’ সিনেমাটি রিলিজ হচ্ছে আগামী ১৪ অক্টোবর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ