মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
Uncategorized

মিশা সওদাগর মুজিবকোট পরে স্যালুট দিয়ে জাতীয় পুরস্কার নিলেন

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২

আজ ২৩ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হচ্ছে বিজয়ীদের তালিকা প্রকাশ হয়েছিল আগেই। বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে এবারও অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। এজন্য অনুষ্ঠানের শুরুতেই তিনি শিল্পীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

আগেই জানা গেছে এবার ‘বীর’ সিনেমা দিয়ে সেরা খল অভিনেতার পুরস্কার পাচ্ছেন নন্দিত অভিনেতা মিশা সওদাগর। অবশেষে আজ ১২টা থেকে শুরু হওয়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়ে নিজের পুরস্কার নেন মিশা।

১২টা ১৮ মিনিটে মঞ্চে আসেন মিশা সওদাগর। এসময় তাকে সাদা পাজামা-পাঞ্জাবীর সঙ্গে মুজিবকোট পরতে দেখা যায়। অনুষ্ঠানের মধ্যমণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সবার উদ্দেশ্যে হাসিমুখে স্যালুট দিতে দিতে মঞ্চে প্রবেশ করেন এই অভিনেতা। তিনি আজকের অনুষ্ঠানের সভাপতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

এবার অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নায়ক ফেরদৌস ও পূর্ণিমা।

পুরস্কারপ্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিশা সওদাগর জাগো নিউজকে বলেন, ‘এর আগেও আমি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তবে এই পুরস্কারটি আমার জন্য স্পেশাল। কারণ এটা আমি পেয়েছি কাজী হায়াৎ সাহেবের ছবিতে অভিনয় করে। উনার জন্য অনেক শ্রদ্ধা রইল।

মিশা সওদাগর নিয়মিত সিনেমায় অভিনয় করে যেতে চান। সবার কাছে চাইলেন দোয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ