শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন
Uncategorized

বিপ্লব সাহা-সুস্মিতা সাহা’র কণ্ঠে বর্ষার কালজয়ী রবীন্দ্রসংগীত

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

জমজমাট ডেস্ক

দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন হাউজ ‘বিশ্ব রঙ’ এর কর্ণধার বিপ্লব সাহা ফ্যাশন ডিজাইনিংয়ের পাশাপাশি বিভিন্ন উৎসব – পার্বণ ও বিশেষ দিনের জন্যে গানও করেন। দেশের কয়েকজন প্রতিষ্ঠিত সংগীত শিল্পীর সঙ্গে তার গাওয়া গানগুলো প্রশংসিতও হয়েছে বেশ। সেই ধারাবাহিকতায় নতুন করে আরও একটি গান গাইলেন বিপ্লব সাহা। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সেরাকণ্ঠ খ্যাত তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা সুস্মিতা সাহা।

নতুন গানটি প্রসঙ্গে বিপ্লব সাহা জানান, এটি মৌলিক কোনো গান নয়। বিখ্যাত ও কালজয়ী একটি রবীন্দ্রসংগীত নতুন সংগীতায়োজনে দর্শক – শ্রোতাদের জন্যে আনছেন তিনি। সুস্মিতার সঙ্গে তিনি গেয়েছেন বিখ্যাত রবীন্দ্র সংগীত ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’। তানপুরা স্টুডিওতে গানটির রেকর্ড হয়েছে। এতে নতুন করে সংগীতায়োজন করেছেন মনি জামান। ইতিমধ্যে এটির মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে।

বিপ্লব সাহা বলেন, রবীন্দ্রনাথের গান আমাদের নিত্যদিনের পাথেয়। সকল কাল ও সময়ে তার গানগুলো আমাদের সঙ্গ দেয়। এখন বর্ষা চলছে। যদিও বর্ষার বারিধারা সেই অর্থে খুব একটা ঝরছে না। তবু আকাশ খানিকটা মেঘলা হলেই মনে দোলা দেয় ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’ গানটি।

এই গান বাঙালিদের কাছে বর্ষার প্রতীক যেনো। সেই ভাবনা থেকেই গানটি কণ্ঠে তুলেছি। আমার সঙ্গে গেয়েছেন সুস্মিতা সাহা। দারুণ গায়কী তার। আমার বিশ্বাস, বহুল প্রচলিত ও জনপ্রিয় রবীন্দ্রসংগীতটি আমাদের যুগল কণ্ঠে ভালো লাগবে শ্রোতাদের।

গানটি নিয়ে সুস্মিতা সাহা বলেন, বিপ্লব দাদার সঙ্গে এর আগেও একটি পুরনো দিনের জনপ্রিয় গান করেছি। এবার আরও একটি গান করলাম। এটি সবার মতো আমারও প্রিয় রবীন্দ্রসংগীত। খুব ভালো লেগেছে গানটি গেয়ে। শ্রোতাদের মনে এই বরষায় আমাদের গানটি দোলা দিলেই আমরা সার্থক হবো।

জানা গেছে, বিপ্লব সাহা ও সুস্মিতা সাহা জুটির যুগল কণ্ঠে গাওয়া বহুল জনপ্রিয় এই রবীন্দ্রসংগীতটি মিউজিক ভিডিও আকারে খুব শীঘ্রি বিশ্বরঙ এর ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নৃত্যশিল্পী – মডেল – অভিনেত্রী সিনথিয়া ইয়াসমিন, সাঞ্জু জন এবং এক ঝাঁক নৃত্যশিল্পী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ