শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন
Uncategorized

বঙ্গবন্ধু’র বায়োপিক-এ কাজ করে গর্বিত সায়েম সামাদ

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

‘আজ বাবা বেঁচে থাকলে অনেক খুশী হতেন। তব্ওু প্রাপ্তি, শান্তি বা পরম ভালোলাগার বিষয় এই যে আমার মা বেঁচে আছেন। তিনিইতো আমার জীবনের স্বর্গ, আমার সুখ। মা যে দেখে যেতে পারছেন তার ছেলে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মাণ চলতি বায়োপিক-এ আমি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের চরিত্রে অভিনয় করছি, এটা অকে বড় বিষয়। আমি একজন অভিনয়শিল্পী হিসেবে ভীষণ গর্বিত।

বাংলাদেশের ইতিহাসের বড় সাক্ষী হয়ে থাকতে পারছি, এটা সত্যিই অনেক বড় প্রাপ্তি। এই আনন্দ বা ভালোলাগার ব্যাখা করা যায়না।’ শ্যাম বানেগাল পরিচালিত বঙ্গবন্ধু’কে নিয়ে বায়োপিক-এ অভিনয় প্রসঙ্গে এভাবেই বললেন গুনী অভিনেতা সায়েম সামাদ। ফরিদপুরের ভাঙ্গা’র সন্তান সায়েম সামাদ’র অভিনয়ে যাত্রা শুরু মূলত মঞ্চ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে ১৯৯২ সালে ‘পদাতিক নাট্য সংসদ’র হয়ে। এই দলের হয়ে বিভিন্ন সময়ে ‘বল্লভপুরের রূপকথা’, ‘মনসার পালা’,‘ ক্ষেতমজুর খইমুদ্দিন’, ‘বেদের মেয়ে জোছনা’,‘ কালের যাত্রা’,‘ তারামন বিবি’,‘ সারি সারি লাশ’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করেছেন। সর্বশেষ তিনি ‘জনমাঙ্ক’ নাটকে সাগর দেবতা’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সায়েম সামাদ জানান ক্যামেরার সামনে তিনি প্রথম অভিনয় করেন শ্যামল দত্তের পরিচালনায় তথ্যচিত্র ‘লেখাপড়ায় জীবন গড়া’।

১৯৯৫ সালে এই তথ্যচিত্রে তারসঙ্গে অভিনয় করেছিলেন নায়িকা শাবজান। ১৯৯৩ সালে সায়েম সামাদ বাংলাদেশ বেতারের এবং ২০০০ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। তবে ১৯৯৫ সালে তিনি প্রথম মুস্তাফিজুর রহমানের ‘মফস্বল সংবাদ’ নাটকে অভিনয় করেন। মাঝে এক যুগ কর্পোরেট ওয়ার্ল্ডে চাকুরী করেছেন বিধায় অভিনয়ে সময় দেয়া হয়ে উঠেনি। তবে সেই সময়টাতে অভিনয়ের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার জন্য বহু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। প্রথম তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন সদরুল পাশার নির্দেশনায় পেপসোডেন্ট’র বিজ্ঞাপনে।

সিনেমায় সায়েম সামাদ প্রথম অভিনয় করেন মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘মনের মতো মন’-এ। পরবর্তীতে নারগিস আক্তারের ‘চার সতীনের ঘর’, অনন্য মামুনের ‘নবাব এলএল বি’, ‘আবার বসন্তে’সহ আরো বেশকিছু সিনেমায় অভিনয় করেন। গতকাল তিনি দিনব্যাপী বিএফডিসিতে তপু খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং-এ অংশ নেন। তবে আজ তিনি কোন কাজ করছেন না। কারণ আজ সায়েম সামাদের জন্মদিন। জন্মদিনে তিনি তার মা সামেনা সামাদ, স্ত্রী নাসরীন মুস্তাফা, দুই কন্যা লিথি-ছিম্ম’কে নিয়েই দিনটি উদযাপন করবেন।

এদিকে আগামী ১৪ ডিসেম্বর রাত নয়টায় শোক দিবস উপলক্ষ্যে বিটিভিতে প্রচার হবে মিরন মহিউদ্দিন রচিত সায়েম সামাদ অভিনীত নাটক ‘ডেটলাইন’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ