শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
Uncategorized

ফেরারী অমিতের ‘বউ হবে প্রতিবেশী’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

নেহাল ও নিধীর প্রায় দুই বছরের দাম্পত্য জীবন। নানা রকম টানা পোড়েনের মধ্যে ভালোই কাটছিল তাদের সংসার। বেশ কিছুদিন ধরে নেহালের মেরুদন্ডে ব্যথা করছে। ব্যথা বাড়লেই সে পেইন কিলার খায়। অফিসের কলিগ সায়মা নেহালকে ভালো ডাক্তার দেখাতে বলে। সামান্য ব্যথার জন্য ডাক্তার দেখাতে চায় না নেহাল।

তাই অনেক দিনের পুরোনো ব্যথাটাকে সে বহন করে চলছে। ব্যথা বাড়তে থাকলে নেহাল একদিন ডাক্তার দেখায়। নানা রকম টেস্ট করায়। দাম্পত্যের টুকটাক সমস্যা ধীরে ধীরে কলহে পরিণত হতে থাকে। ডাক্তার দেখানোর পর নেহালের মনও ভালো থাকে না। দুশ্চিন্তার মধ্যে থাকে। স্ত্রী নিধীর প্রতি তার ভালোবাসা কমতে থাকে। শুধু তাই নয়, স্ত্রীর কোনো কিছুই তার আর ভালো লাগে না। সারাক্ষণ ঝগড়া করে। এমনই গল্প নিয়ে নির্মাতা ফেরারী অমিত নির্মাণ করেছেন একক নাটক ‘বউ হবে প্রতিবেশী’। কুমার অরবিন্দ’র রচনায় এর চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শিশির আহমেদ, শারমিন আঁখি, শেলী আহসান, শাহাদাত সৈকত প্রমুখ। গত ২১ ও ২২ অক্টোবর উত্তরায় নাটকটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে নির্মাতা ফেরারী অমিত বলেন, ‘পারিবারিক গল্পে নাটকটি নির্মিত হয়েছে। বর্তমানে পারিবারিক গল্পের নাটক তেমন একটা নির্মিত হয় না। আমার নাটকে সংসার জীবনে নেমে আসা অন্ধকারের গল্প তুলে ধরা হয়েছে। খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে। আশা করি, দর্শক নাটকটি পছন্দ করবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ