শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন
Uncategorized

প্রতারক আজিজের নতুন মিশন

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

ঢাকার এক দৈনিকের বিনোদন নিউজ ‘জাজের নতুন আবিষ্কার আরিয়ানা’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিউজের স্ট্যাটাসের কমেন্টস্ বক্সে পাভেল রহমান লিখেছেন, “আজিজ সাহেবকে পুলিশ খুঁজে পায় না। ব্যাংকের টাকাও ফেরত দেয় না। এদিকে আজিজ সাহেব জিরো ফিগার খোঁজেন, আর কবিতার বই বের করার স্বপ্ন দেখেন। দারুন ব্যাপার তো.. “।

বিনোদন সাংবাদিক মাহমুদ মানজুর লিখলেন, “নতুন দোকান, অল দ্যা বেস্ট”। মাহিন আওলাদ লিখলেন, “উনি নতুন নাকি, উনাকে তো মনে হয় দশ বছর আগে হতেই মিডিয়াতে দেখি”। বিনোদন সাংবাদিক এফ আই দীপু লিখলেন, “দাঁত, মুখ আর ঠোঁট, চাইলেই পাবে না ভোট”। শাকিল মাহমুদ লেখেন, “এ আবার নতুন কি ভাবে, কয়েকদিন আগেও নাগরিক টিভির কাজ করতো নিয়মিত”।

এতো কিছুর পরও কি করে তাকে নতুন আবিষ্কার বলা হয়? জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জনতা ব্যাংকের ছয় হাজার কোটি টাকা প্রতারনা করে এখন পলাতক। অথচ তিনি কয়েকদিন পরপরই নিজের ভেরিফাইড ফেসবুকে এসে নতুন নতুন ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ নির্মাণের চটকদার ঘোষণা দেন। অথচ গল্পের নাম ও নায়ক নায়িকার ঘোষণা দেয়া ছাড়া আদৌও কোন কর্মকান্ড নেই তাদের। তাছাড়া ওয়েব কন্টেন্ট চালানোর জন্য তারা কোন ওটিটি প্লাটফর্ম  নেই অথবা তারা কোন দেশী-বিদেশী ওটিটি প্লাটফর্মের সাথে যোগাযোগও করেনি।

তার এমন নায়িকা সংগ্রহের পেছনে আবার কিছু দালাল প্রতিনিয়ত মদদ দিয়ে যাচ্ছেন। নতুন নায়িকা হিসেবে আরিয়ানা জামান নামে যাকে আনা হলো তিনি গত কয়েক বছর যাবত বিভিন্ন মিউজিক ভিডিও ও টিভি নাটকে নিয়মিত কাজ করে আসছেন। মোহাম্মদ ইকবাল প্রযোজিত ও কাজী হায়াত পরিচালিত ‘বীর’ সিনেমায়ও তাকে একটি চরিত্রে কাজ করতে চুক্তিবদ্ধ করা হয়েছিলো। এছাড়াও তিনি হৈ চৈ-তে প্রচারিত আশফাক নিপুনের আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’ এ অভিনয় করেছেন। তাকে হঠাৎ করে নতুন আবিষ্কারের বাহবা দিয়ে আব্দুল আজিজ কি ফায়দা নিতে চাচ্ছেন সেটাই আসল প্রশ্ন, এমনটাই বলছেন চলচ্চিত্র প্রেমীগন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ