বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
Uncategorized

নির্বাচন কমিশনার এবং এফডিসির এমডির পদত্যাগ চান সোহান

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

শুক্রবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এবার নির্বাচনের দুইটি প্যানেল নির্বাচন করছেন। একটি ইলিয়াস কাঞ্চন নিপুণ ও অন্যটি মিশা-জায়েদ প্যানেল।

নির্বাচন উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও প্রযোজকসহ মোট ১৭টি সংঠনের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করেন এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন। তিনি জানিয়েছেন, শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে শুধু আগামীকালের জন্য শিল্পী সমিতির ভোটারদের বাইরে অন্য ১৭টি সংগঠনের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপর মহলের নির্দেশেই এটা করা হয়েছে। এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন শিল্পী সমিতির এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনও।

তিনি জানিয়েছেন, এবারের করোনার প্রভাব বেড়ে যাওয়ার কারণে নির্বাচনে অন্য সংঠনের সদস্যদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেবল শিল্পী সমিতির ভোটাররা ভোটের কার্ড প্রদর্শন করে প্রবেশ করতে পারবে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। তিনি বলেন, এটা অবশ্যই ন্যাক্কারজনক সিদ্ধান্ত।

পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন আমাদের চলচ্চিত্র পরিবারের জন্য একটি উৎসব, এ উৎসবে চলচ্চিত্র পরিবারের কেউ অংশগ্রহণ করতে পারছেন না। আমরা বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ চাই। আর নির্বাচন কমিশনার পীরজাদা হারুন রশীদ যেহেতু একজন অভিনেতাও, আমরা তাকে নিয়ে আর কাজ করবো না। এবিষয়ে আগামী কাল আমাদের মিটিং হবে। মিটিংয়ে সিদ্ধান্ত হবে যতক্ষণ এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ না হবে ততক্ষণ আমরা কাজে ফিরবো না এবং তিনি যদি এফডিসিতে প্রবেশ করে তাহলে আমাদের লাশের উপর দিয়ে প্রবেশ করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ