মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
Uncategorized

জায়েদ খান অটিস্টিক-প্রতিবন্ধী শিশুদের ইফতার ও রাতের খাবার আয়োজন করলেন

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

বাংলা চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। ২০০৮ সালে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন তিনি। তারপর একে একে বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।পর্দার কাজের পাশা পাশি সাংগঠনিক কাজে সরব এ অভিনেতা। টানা দুই বারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক তিনি।

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু থেকেই নিম্ন আয়ের এবং অসচ্ছল উচ্চনিম্ন শিল্পীদের ঘরেই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে খাবার পৌঁছে দিয়েছেন জায়েদ খান।পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী কবরী ও সোনালীদিনের নায়ক ওয়াসিমসহ অনন্য শিল্পীদের দাফনের সময় নিজ কাঁধে লাশের খাটিয়া থেকে শুরু করে লাশ দাফনের জন্য করোনার ভয়কে ত্যাগ করে রাতদিন এক করে কাজ করেছেন তিনি। তার ভিন্ন কর্মকাণ্ডের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের কাছে।

তবে শুধু শিল্পী সমিতি নয়, মানবিকতার প্রেমের পরশ নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার জন্য তৈরি করেছেন সামাজিক সংগঠন “সাপোর্ট” নামের একটি সেবামূলক কার্যক্রমের প্রতিষ্ঠান। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াতে দেখা গেছে জায়েদ খানকে।পাশাপাশি জায়েদ খান নিজেও উপস্থিত হোন এইসব মানুষের পাশে।সেই ধারাবাহিকতায় বুধবার (৫মে) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি সংস্থা ‘ফ্যামিলি ফর চিলড্রেন’ (এফএফসি) পরিদর্শনে যান তিনি। যেখানে আশ্রয়হীন, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের আশ্রয় দেয়া হয় এবং সার্বক্ষণিক দেখাশুনা করা হয়। আজ এখানে তিনি শিশুদের সাথে ইফতার ও রাতের খাবারের আয়োজন করেন। এসময় তাঁর সহযোগীরা তাঁর সাথে আনন্দে মেতে উঠেন তিনি।

এসময় পুরো আশ্রমে তিনি ঘুরে-ঘুরে বাচ্চাদের খোঁজ খবর নেন। এক পর্যায়ে আবেগাপ্রবণ হয়ে যান এবং বাচ্চাদের সাথে হাসি খেলায় মেতে উঠেন। বাচ্চাগুলোকেও তাঁকে কাছে পেয়ে আনন্দিত হতে দেখা যায়।

চিত্রনায়ক জায়েদ খানের ভাষ্য-এই যে বাচ্চাগুলো দেখছেন এরাও আমার আপনার মত কারও সন্তান! এরা এলিয়েন জগত থেকে আসেনি, এরাও কারো পেটে ভুমিষ্ট হয়েছে। এদের পাশে থাকতে পেতে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।

জানা যায়, তিনি তার সর্বশেষ জন্মদিনও এখানেই উদযাপন করেন। তিনি মাঝে মাঝেই এখানে গিয়ে সময় কাটান বাচ্চাগুলো কে নানাভাবে সহযোগীতা করেন। তিনি বলেন- ‘আমি যতদিন বেঁচে থাকবো, এখানকার কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। বাচ্চাগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তিনি অন্যান্যদের প্রতিও তিনি আহবান জানান। তিনি আরও বলেন- ‘সমালোচনা করার করার যোগ্যতা সবার আছে, কাজ করে দেখানোর ক্ষমতা কিন্তু খুব কম লোকের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ