শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
Uncategorized

জলকিরণ সিনেমায় নিরব, স্পর্শিয়া ও অপু

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নানামাত্রিক চলচ্চিত্র দিয়ে দর্শক হলে ফেরানোর চেষ্টা চলছে৷ এরমধ্যে কিছু বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনি নিয়েও সিনেমা তৈরি হচ্ছে৷ তার ভিড়ে আসতে চলেছে আরও একটি নতুন সিনেমা। এর নাম ‘জলকিরণ’।

এইচ আর হাবিব পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা নিরব ও স্পর্শিয়া৷

রোববার (২ জাবুয়ারি) রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় এই সিনেমার ফার্স্টলুক উন্মোচন হলো৷ সেখানে উপস্থিত ছিলেন ছবির দুই প্রধান পাত্র-পাত্রী৷ আরও উপস্থিত ছিলেন সিনেমাটির শিল্পী সৈয়দ হাসান ইমাম, আরমান পারভেজ মুরাদ, রাশেদ মামুন অপু, সুজন হাবিব, সৌরভ ফারসি।

আজ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানসহ আরও অনেকেই।

অনুষ্ঠানে জানানো হয়, ছবিটি প্রযােজনা করছে কে এফ বেংগল আর এন্ড ডি। প্লাজমা বিজ্ঞানী মােসফেক রশীদের তত্ত্বাবধানে হতে যাচ্ছে এই চলচ্চিত্র।

পরিচালনার পাশাপাশি এ ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন এইচ আর হাবিব। তিনি বলেন, ‘একটু ভিন্নধর্মী আমেজ আনতে আমরা ‘জলকিরণ’ সিনেমাটি তৈরি করতে যাচ্ছি। এর ইংরেজি নাম হবে `WET RADIANCE’। শিশু কিশােরসহ সকল শ্রেণীর দর্শকদের জন্যই এই ছবি নির্মিত হতে যাচ্ছে। আমরা সায়েন্স ফিকশন বলতে ভাবগাম্ভীর, নাশ- বিনাশ বা যুদ্ধজয়ের গল্প দেখি। এই ছবি সায়েন্স ফিকশন চলচ্চিত্রের প্রচলিত ধারার বাইরে। মূলত সিসােয়েশলান কমেডি ঘরানার ছবি ‘জলকিরণ’।

গল্পে দেখা যায় বিজ্ঞানের একটি আবিষ্কারের ফলে পুরাে সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির এক বৈপ্লবিক পরিবর্তন হয়ে যায়। তখন কেউ কাউকে দায়ে বা বাধ্য করতে ক্ষমতার প্রয়ােগ হারায়। ফলে সমজে আপনাআপনি রক্তপাতহীনভাবেই শান্তি নিশ্চিত হয়।’

এ ছবিতে অভিনয় প্রসঙ্গে নায়ক নিরব বলেন, ‘বেশ অভিনব ভাবনার একটি গল্প। সময়োপযোগী প্রচেষ্টা বলা যায়। এখানে দর্শক একদম অন্যরকম একটা ফ্লেভার পাবেন। চরিত্রগুলোর মধ্যে আকর্ষণ আছে। অপেক্ষা করছি শুটিং শুরু করার।’

অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘সবসময় চেষ্টা করি ব্যতিক্রমী কিছু চরিত্রে কাজ করতে৷ এবারেও তেমন একটি চরিত্র পেয়েছি ‘জলকিরণ’ সিনেমায়৷ এ দেশের দর্শকের জন্য নতুন একটা ফিলোসফি নিয়ে আসবে ছবিটি৷ এখানে সহশিল্পীরাও দারুণ সবাই৷ আশা করছি সবাই মিলে একটি ভালো সিনেমা উপহার দিতে পারবো।’

রাশেদ মামুন অপু তার মতামত দিয়ে বলেন, ‘একটি ইউনিক গল্পের সিনেমা। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ আমাকে এই আয়োজনে যুক্ত রাখায়৷ একটি ভালো সিনেমা হবে ‘জলকিরণ’।

এ ছবিতে আরও অভিনয় করবেন নওশাবা, এইচ আর হাবিব, প্রণব দাশ, এনজেলিনা লােপেজ, গ্রেজিলা রশীদ প্রমূখ।

শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে নিশ্চিত করলেন পরিচালক এইচ আর হাবিব৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ