শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন
Uncategorized

ওটিটি প্ল্যাটফর্মে বাংলা কনটেন্টের সম্ভাবনা ব্যাপক

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২

রঞ্জু সরকার

সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী দর্শকের সংখ্যা প্রায় ২৭ কোটি। এর পাশাপাশি ইংরেজীসহ বিভিন্ন ভাষায় সাব টাইটেল দিয়ে বাংলাদেশে নির্মিত নাটক, সিনেমা, ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্ম স্থানীয় ও আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিলে সহজেই আমাদের এখানকার কনটেন্টের দর্শক সংখ্যা দাঁড়াবে প্রায় পঞ্চাশ কোটি। বাংলা এখন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা। এ হিসেবে আমাদের সামনে অপার সম্ভাবনা। এখন শুধু প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলা কন্টেন্ট নির্মাণ। এটা করতে পারলে প্রতি বছর বাংলাদেশ শুধু ওটিটি প্ল্যাটফর্মের জন্যে কন্টেন্ট নির্মাণ ও রপ্তানী করেই কমপক্ষে পাঁচ শ কোটি টাকা আয় করতে পারবে, যা ক্রমশ বাড়তে থাকবে।

কথাগুলো বললেন, জনপ্রিয় শিল্পী আসমা শিউলী। অনেক বছর ধরেই তিনি চলচ্চিত্র ও নাটকের এক পরিচিত মুখ।

আসমা শিউলী বলেন, আমাদের চলচ্চিত্র ও নাটক সেক্টরে সরকারী সহায়তার পাশাপাশি সহনীয় সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা হওয়া দরকার। কারণ, কোনো সেক্টরই সরকারী সহায়তা এবং ব্যাংক ঋণ সুবিধা ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনা। পাশের দেশ ভারতে চলচ্চিত্র ও টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্যে কন্টেন্ট নির্মাণের ক্ষেত্রে খুবই সহনীয় শর্ত ও সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা আছে। সম্প্রতি সৌদি আরবের মতো রক্ষণশীল দেশও চলচ্চিত্রে শিল্পের উন্নয়নের লক্ষ্যে শত শত কোটি টাকা বিনিয়োগ করছে। তাহলে বাংলাদেশের চলচ্চিত্র ও নাটক সেক্টরের প্রসার ও বিস্তারে সহনীয় সর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে সমস্যা কোথায়?

তিনি বলেন, বর্তমানে চলচ্চিত্র ও নাটক সেক্টর মিলিয়ে এখানে হাজার হাজার মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা হয়েছে। মানে, এই সেক্টরের ওপর হাজার-হাজার পরিবারের জীবিকা নির্ভর করছে। একারণেই এই সেক্টরের অস্থিত্ব ও উজ্জ্বল ভবিষ্যতের জন্যে সরকারের আন্তরিক সহযোগিতা ভীষণ প্রয়োজন।

আসমা শিউলী বলেন, একজন অভিনয় শিল্পী হিসেবে আমি অবশ্যই চাইবো বাংলাদেশের চলচ্চিত্র ও নাটক সেক্টরের সমৃদ্ধি। বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণে ভালো নাটক, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে। এটা অবশ্যই আমাদের সবার জন্যে আনন্দের খবর। এখন প্রয়োজন সরকার ও আর্থিক প্রতিষ্ঠান, তথা ব্যাংকগুলোর ঐকান্তিক সহযোগিতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ