শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
Uncategorized

ইয়াং স্টারের থিম সং এ তারা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ ¯স্লোগানে এই রিয়েলিটি শো’তে বিচারকের আসনে বসবেন জনপ্রিয় সুরকার গায়ক ও সংগীত পরিচালক ইবরার টিপু, সংগীতশিল্পী প্রতীক হাসান ও কণ্ঠশিল্পী পড়শী।
এবার তৈরি হলো এই রিয়েলিটি শো’র থিম সং। আর এই থিম সংটিতে কণ্ঠ দিলেন তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী।

গলা ছেড়ে গাও/ কণ্ঠে তোলো সুর-এমন কথায় গানটি লিখেছেন এ মিজান। গানটি সুর ও সঙ্গীত করেছেন ইবরার টিপু। গতকাল শুক্রবার ইবরার টিপুর নিজস্ব স্টুডিও তে গানটি রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটি সম্পর্কে ইবরার টিপু বলেন, ‘আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। গানটির কথা দারুন। গানের কথার সাথে মিলিয়ে ভালো একটি সুর করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।’

প্রতীক হাসান বলেন, ‘একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে আমি যুক্ত হতে পেরে আনন্দিত। গানের কথা সুর ও সঙ্গীত সবমিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। এক কথায় অসাধারণ একটা থিম সং শুনতে পারবে শ্রোতারা।’
পড়শী বলেন, ‘ থিম সং যেমন হয় এটা আসলে একটু ভিন্ন হয়েছে। গানের কথা সুর ও সঙ্গীত সবমিলিয়ে কাজটি দুর্দান্ত হয়েছে। আমার বিশ্বাস এটি শ্রোতাদের অবশ্যই ভালো লাগবে।’

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো’র রেজিষ্ট্রেশন শুরু হয়েছে ১০সেপ্টেম্বর (শুক্রবার)। এখানে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে। রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো একটি বাদ্যযন্ত্রের মাধ্যমে গান গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপ ইন্সস্টল করে রেজিষ্ট্রেশন নাও বাটনে ক্লিক করে যথাযথ তথ্য পূরণের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে।

এছাড়াও rtvonline.com/youngstar
অথবা [email protected]
অথবা Facebook.com/rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবে। রেজিস্ট্রেশন চলবে আগামী ১০অক্টোরব ২০২১ইং পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ