শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
Uncategorized

নাটক, গান ও চলচ্চিত্রে ইতিহাস হয়ে আছেন নজরুল

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

জমজমাট প্রতিবেদক

কাজী নজরুল ইসলাম- প্রেম ও দ্রোহের কবি, সাম্য ও অসাম্প্রদায়িকতার কবি, মানুষ ও মনুষ্যত্বের কবি, উত্তরণ ও জাগরণের কবি। তিনি আমাদের জাতীয় ও বিদ্রোহী কবি। জীবন, প্রেম ও বিদ্রোহকে এক সুতায় গেঁথেছেন বলে সংগ্রাম প্রিয়, মুক্তিকামী মানুষের হৃদয়পটে ভাস্বর হয়ে আছেন কবি নজরুল।

কাজী নজরুল ইসলাম শুধু কবিতার জন্যই নন, তার অসংখ্য গানের জন্যও বিখ্যাত। সেই অসংখ্য গানের বহু গান বাংলা নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। একটি উর্দু সিনেমা সহ পাঞ্জাবি ও হিন্দি সিনেমাতেও তার গান ব্যবহৃত হয়েছে। বাংলা চলচ্চিত্রের আলোকপর্বকালটি ১৯১৭ থেকে ১৯৪৬ সালের মধ্যেই ঘটে। নির্বাক ও সবাক এ দুটো যুগকে সমগ্র বাংলা চলচ্চিত্রের পাটাতন বলা যায়।

এ সময়ে বাংলা চলচ্চিত্র যে রকম শৈল্পিক ও কুলীন হয়ে উঠেছিল সেটা অল্প কয়েকজন কবি-সাহিত্যিকের সৃষ্টিকর্মেরই অবদান। তাদেরই একজন নজরুলও ক্যামেরার সামনে ও পেছনে থেকে সমান সাফল্যের পরিচয় দিয়েছেন। ১৯৩১ সালে ‘সুরভান্ডারি’ হিসেবে কাজী নজরুলের চলচ্চিত্রে অভিষেক। এ সময়েই ১৯৩০-৩১ সালে বাণিজ্যিক ভিত্তিতে চলচ্চিত্রের কাজের নামে পারসি চিত্র প্রতিষ্ঠান ম্যাডান থিয়েটার্স।

১৯১৯ সালে প্রথম নির্বাক বাংলা ‘বিল্বমঙ্গল’ সিনেমা নির্মাণের কৃতিত্বও তাদের। প্রতিষ্ঠানটি নজরুলের উপর ‘সুরভান্ডারি’র দায়িত্ব অর্পণ করে। নজরুলের এ পদে যোগদানের পর পরীক্ষামূলকভাবে ৩০-৪০টি সবাক খন্ডচিত্র নির্মিত হয়। ১৯৩১ সালে ম্যাডান থিয়েটার্সের ‘প্রহ্লাদ’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার মাধ্যমে সর্বপ্রথম চলচ্চিত্রের সঙ্গী হন নজরুল। এরপর ‘জলসা’ সিনেমাতে একটি গান পরিবেশনসহ তার ‘নারী’ কবিতাটি আবৃত্তি করেন।

নজরুল একাধারে গীতিকার, সঙ্গীত পরিচালক, কাহিনিকার, সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার, সুরকার ও নির্মাতা হিসেবে সবাক চলচ্চিত্রে আলো ছড়িয়েছেন। অভিনয়ও করেছেন সাবলীলতার সঙ্গে। সিনেমা পরিচালনাও করেছেন। শুধু তাই নয়, গোটা বাঙালি মুসলমানদের মধ্যে তিনিই প্রথম চলচ্চিত্র পরিচালনায় আসেন। ১৯৩৩ সালের কথা। ম্যাডান থিয়েটার্সের অংশীদার মিসেস পিরোজ পায়োনিয়ার ফিল্মস কোম্পানি প্রতিষ্ঠা করেন।

তখন ‘ধ্রম্নব’ নামে একটি চলচ্চিত্র সত্যেন্দ্রনাথের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেন নজরুল। পৌরাণিক কাহিনির ওপর গিরিশচন্দ্র ঘোষের ‘ধ্রম্নব চরিত্র’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়। সিনেমাটির জন্য নজরুল গান লেখা ছাড়াও সঙ্গীত পরিচালনা করেন। দেবর্ষি নারদের চরিত্রে অভিনয়ের পাশাপাশি তিনটি গানে কণ্ঠ দেন তিনি। কণ্ঠ দেওয়া ১৮টি গানের ১৭টি গান ছিল নজরুলের।

এছাড়া ১৯৩৫ সালে ‘পাতালপুরী’ সিনেমার গানে সুরারোপ ও সঙ্গীত পরিচালনা করেন তিনি। রচনা করেন ‘ঝুমুর’ গানও। সিনেমাটি কয়লাখনির শ্রমিক ও তাদের জনগোষ্ঠীর জীবন সংগ্রাম নিয়ে গড়া হয়েছিল। ১৯৩৬ সালে মুক্তি পায় শরৎচন্দ্রের উপন্যাসরূপ ‘গৃহদাহ’ সিনেমা। সিনেমাটির সুরকার ছিলেন নজরুল। সঙ্গীত পরিচালক রাইচাঁদ বড়াল। ১৯৩৭ সালে নির্মিত হয় নজরুল সৃষ্ট বিদ্যাপতির জীবনী নিয়ে চলচ্চিত্র ‘বিদ্যাপতি’। সিনেমাটির সুরকার ছিলেন নজরুল ও রাইচাঁদ বড়াল। হিন্দিতেও নির্মিত হয় সিনেমাটি। দারুণ ব্যবসাও করে।

১৯৩৮ সালে নজরুল ‘গোরা’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার পাশাপাশি রবীন্দ্রনাথের গানে সুরারোপও করেন। তবে এ নিয়ে সমালোচনা হলে রবীন্দ্রনাথের কাছে যান নজরুল। কবিগুরু নজরুলের পক্ষ নিয়ে সমালোচকদের বলেন, আমার গান কীভাবে গাইতে হবে, সেটা কি তোমার চেয়ে ওরা ভালো বুঝবে? সিনেমাটির পরিচালক ছিলেন নরেশ মিত্র।

একই সালে ‘সাপুড়ে’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন নজরুল। এজন্য প্রত্যক্ষ অভিজ্ঞতা সংগ্রহে বেদে সম্প্রদায়ের সঙ্গে কিছুদিন নিবিড়ভাবে মেশেন তিনি। হিন্দি রিমেকও হয়েছিল সিনেমাটির। ‘সাপুড়া’ নামের এ রিমেকেও যুক্ত ছিলেন নজরুল। সিনেমাটি দারুণ ব্যবসা সফল হয়েছিল।

১৯৪২ সালে নির্মিত ‘চৌরঙ্গী’ সিনেমাতে নিজের লেখা ৮টি গানে সুর ও সঙ্গীত পরিচালনা করেন নজরুল। সিনেমাটি হিন্দিতে নির্মিত হলে তাতেও সাতটি হিন্দি গান লেখেন। একই বছর মুক্তিপ্রাপ্ত ‘দিলরুবা’ চলচ্চিত্রের গীতিকার ও সুরকার ছিলেন কবি। ওই সময় মুক্তিপ্রাপ্ত ‘হাল বাংলা’ নামে আরেকটি চলচ্চিত্রের গানে সুর করা ছাড়াও কৌতুক অভিনেতা হিসেবে ছোট একটি চরিত্রে অভিনয়ও করেন নজরুল। সব মিলিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসেরই অংশ হয়ে আছেন কাজী নজরুল ইসলাম।

চলচ্চিত্র ব্যবসায়ও নাম লিখিয়েছিলেন কবি। ১৯৪১ সালে তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের তত্ত্বাবধানে ‘বেঙ্গল টাইগার্স পিকচার্স’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান পত্তন করেন। পরিচালনা করেন ‘ধূপছায়া’ নামের একটি চলচ্চিত্র। এতে দেবতা বিষ্ণুর চরিত্রে অভিনয়ও করেন তিনি। সর্বশেষ ১৯৪১-৪২ সালে ‘মদিনা’ নামে একটি চলচ্চিত্রের চিত্রনাট্যকার, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। এ জন্য তিনি ১৫টি গান লেখেন। কিন্তু ওই বছরই কবি অসুস্থ হয়ে পড়ায় সিনেমাটি আর মুক্তি পায়নি।

অসুস্থ হওয়ার আগ পর্যন্ত কবি অসংখ্য গান, গজল ও সাহিত্য রচনা করে গেছেন। দেশভাগের আগে ও পরে অনেক সিনেমায় নজরুলের গান ও সাহিত্যকর্ম ব্যবহার করা হয়েছে। কবির অসুস্থ হওয়ার পর ১৯৪৫ সালে নির্মিত ‘অভিনয়’ সিনেমাতে গিরিন চক্রবর্তীর সুরে নজরুলের লেখা একটি গান ব্যবহৃত হয়। দেশভাগের পর ‘নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় নজরুলের ব্যবহৃত কথায় ‘পথহারা পাখি কেঁদে ফেরে একা’ গানটি আজও দর্শকের হৃদয়ে নাড়া দেয়।

তবে নজরুল কতটি চলচ্চিত্রে যুক্ত ছিলেন তার নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় নজরুল প্রত্যক্ষ বা নেপথ্যে থেকে বাংলা, হিন্দি, পাঞ্জাবি ও উর্দু সিনেমা মিলিয়ে ২০-২২টি সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া আলেয়া, মধুমালা, শিল্পী, ঝিলিমিলি, ভূতের ভয়, সেতুবন্ধ প্রভৃতি নজরুলের উল্লেখযোগ্য নাট্যকর্ম। আলেয়া নাটকটি প্রেমমূলক আখ্যানের। এ নাটকের নায়িকা জয়ন্তীর প্রেম-চাঞ্চল্য একপর্যায়ে আবেগের ঘনঘটায় বিয়োগান্তক আবহের মধ্য দিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ