Connect with us

Jamjamat

সংগীতশিল্পী নোবেলের সঙ্গে কে এই মেয়ে

তাজা খবর

সংগীতশিল্পী নোবেলের সঙ্গে কে এই মেয়ে

জমজমাট প্রতিবেদক

রোববার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে
এক তরুণীর সঙ্গে দুইটি ছবি প্রকাশ করেছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। যেখানে ওই তরুণীকে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে তাকে।

ব্যক্তিগত জীবনে নানা কর্মকাণ্ডে আলোচিত এই গায়কের পাশে তরুণীকে দেখেই ভক্তদের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে, কে এই মেয়ে?

খোঁজ নিয়ে জানা গেছে, নোবেলের সঙ্গে থাকা মেয়েটির নাম আরিশা। তার বাড়ি খুলনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়কের সঙ্গে পরিচয় তার। এরপর একাধিকবার নড়াইলে দু’জনে দেখাও করেছেন। নোবেল বর্তমানে এই তরুণীর সঙ্গেই প্রেমের সম্পর্কে রয়েছেন।

এমনকি নিজের ফেসবুকে ওই তরুণীর সঙ্গে ছবি প্রকাশ করে এক ভক্তের মন্তব্যর জবাবেও আরিশাকে তাদের ‘ভাবি’ বলে সম্বোধন করেছেন নোবেল।

এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। একই বছরে ভারতের জি বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সারেগামাপা’ অংশ নিয়ে আলোচনা আসেন এই গায়ক।

প্রসঙ্গত, বিয়ের কয়েক বছর পরেই নোবেলকে ডিভোর্স দেন সালসাবিল। সেসময় এই গায়কের স্ত্রী অভিযোগ করেন, নোবেল মানসিকভাবে অসুস্থ, মাদকাসক্ত, আমাকে নানাভাবে নির্যাতন করত। এসব কারণে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। ওর সঙ্গে সংসার করা সম্ভব না।

Click to comment

Leave a Reply

More in তাজা খবর

To Top