Connect with us

Jamjamat

শীর্ষস্থানীয় ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউটর ‘গান বাক্স মিউজিক’

মিউজিক

শীর্ষস্থানীয় ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউটর ‘গান বাক্স মিউজিক’

জমজমাট প্রতিবেদক

বর্তমান সময়ে যে কোন গান প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম। বিশ্বব্যাপী নানা ধরনের প্ল্যাটফর্ম থাকলেও মানুষের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় বা চাহিদার শীর্ষে রয়েছে ডিজিটাল অডিও-ভিডিও প্ল্যাটফর্মগুলো। কারন, ব্যস্ত এই সময়ে মানুষ বিভিন্ন ডিজিটাল অডিও-ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে নিজের পছন্দের গান শুনছে মোবাইল ফোনের মাধ্যমে। কোন সংগীতশিল্পী বা প্রতিষ্ঠান যখন একটি গানকে বিশ্বব্যাপী একযোগে প্রকাশ করতে চায় তখন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোন না কোন ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম থেকে গানটি সঠিক প্রক্রিয়া অনুসরণ করে প্রকাশ করতে হয় এবং এটির গুরুত্ব অনেক। সারা বিশ্বে অনেক মিউজিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম রয়েছে। তবে সকল ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মের সেবা এক রকম নয়। তেমনই একটি আন্তর্জাতিক ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম হচ্ছে ‘গান বাক্স মিউজিক’ যারা ডিজিটাল ডিস্ট্রিবিউশনের প্রায় সকল শাখায় কাজ করে থাকে।

গান বাক্স মিউজিক এর লক্ষ্য হচ্ছে বাংলাদেশী সংগীতকে বিশ্বব্যাপী তুলে ধরা এবং সঠিক উপায়ে মেধাসম্পদকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিবন্ধন করা। যার ফলে মেধাস্বত্ত্বের অধিকারি মূল ব্যক্তি বা স্টেইক হোল্ডার রয়্যালিটি প্রাপ্ত হয়ে আর্থিকভাবে লাভবান হবেন এবং সারা বিশ্বে তাদের গান শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। গান বাক্স মিউজিক এর স্লোগান হল ‘Empowering Music Business’ যা ডিজিটাল ডিস্ট্রিবিউশনের উদ্ভাবনী পদ্ধতির জন্য পরিচিত।

গান বাক্স মিউজিক এর কান্ট্রি হেড যোয়েল ডি কস্তা বলেন, আমরা শুরুতে শিল্পী বা স্টেইক হোল্ডারদেরকে ডিজিটাল ডিস্ট্রিবিউশনের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করি। এরপর চুক্তি করে প্রক্রিয়া শুরু করি। আমরা VEVO সহ বিশ্বব্যাপী সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও এবং মিউজিক ভিডিও প্রকাশ করার পাশাপাশি সারা বিশ্বের ২৪০টিরও বেশি ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে গান ডিস্ট্রিবিউশনের মাধ্যমে গানের রয়্যালিটি কালেকশন করে সংগীতশিল্পী, সুরকার, গীতিকার ও অডিও লেবেল বা গানের স্টেইক হোল্ডারদের মাঝে তা ডিস্ট্রিবিউশন করি। গান বাক্স মিউজিক ঘনিষ্ঠভাবে কাজ করছে ইউটিউব, স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, ডিজার, ফেসবুক, অন্যান্য প্রধান DSP এর সাথে। তাছাড়া গাানের মূল স্বত্ত্বাধিকারী গান বাক্স মিউজিক এর মাধ্যমে DSP থেকে সরাসরি সহায়তা পাচ্ছেন।

তিনি আরও জানান, বর্তমানে গান বাক্স মিউজিক থেকে দেশের প্রায় ৬০% সেলিব্রিটি শিল্পী এবং রেকর্ড লেবেল গান বিতরন করছেন এবং গানের রয়্যালিটি অর্জন করছেন। এদের মধ্যে অন্যতম হচ্ছেন- ফিডব্যাক, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, গীতিকবি গোলাম মুর্শেদ, ফাহমিদা নবী, ডিজে রাহাত, সায়ান, ফাহিম ফয়সাল, সায়রা রেজা, সাঈদা শম্পা, সৈয়দ সুজন, পার্থিব, শুভেন্দু দাস, IPDC আমাদের গান, শতাব্দী ভব, লুৎফর হাসান, কামাল আহমেদ, পুষ্প ফেরদৌস, সৈয়দ রেজা আলী, তমাল, বিজয়রথ, ই-মিউজিক, অডিও আর্ট, ডিস্কো রেকর্ডিং ইত্যাদি। এছাড়াও বাংলাদেশের অধিকাংশ নাশিদ শিল্পীরা গান বাক্স মিউজিক এর মাধ্যমে দ্রুত বিকাশ লাভ করছে এবং সংগীতের রয়্যালিটি অর্জন করছেন। আমরা গানের স্টেইক হোল্ডারদের মাসিক প্রতিবেদন এবং বিশ্লেষণ প্রদান করার পাশাপাশি তাদের গান কেমন চলছে, কোন জায়গার শ্রোতারা কিভাবে গ্রহণ করছে, কি পরিমাণ প্রভাব ফেলছে সেই রিপোর্ট প্রদান করি।

গান বাক্স মিউজিক বর্তমানে বাংলাদেশের শীর্ষ ডিজিটাল ডিস্ট্রিবিউটরদের মধ্যে অন্যতম। ২০২২-২০২৩ অর্থবছরে গান বাক্স মিউজিক বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার, গীতিকার ও অডিও লেবেল তথা স্টেইক হোল্ডারদের জন্য সারা বিশ্ব থেকে হাজার হাজার ডলার রয়্যালিটি সংগ্রহ করে সবাইকে বুঝিয়ে দিয়েছে।

গান বাক্স মিউজিক-এর প্রধান কার্যালয় অস্ট্রেলিয়ায়। গান বাক্স মিউজিক কর্তৃপক্ষ খুব সহজেই মিউজিশিয়ানদের জন্য যে কোনো ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে মিউজিক পাবলিশ ও ডিস্ট্রিবিউট করায় সহায়ক ভূমিকা পালন করে। সাধারণত সবকিছু ঠিক থাকলে একটি গান ১-৩ দিনের মধ্যে সকল মিউজিক প্ল্যাটফর্মে প্রকাশিত হয়।

গান বাক্স মিউজিক যে যে সেবা দিয়ে থাকে তা হচ্ছে- অডিও ডিস্ট্রিবিউশন, মিউজিক ভিডিও ডিস্ট্রিবিউশন, VEVO রিলিজ, ভিডিও রাইট ম্যানেজমেন্ট এবং আর্টিস্ট ব্র্যান্ডিং। গান বাক্স মিউজিক হলো ASCAP, APRA-এর লাইসেন্সপ্রাপ্ত মিউজিক পাবলিশার। এর পাশাপাশি মার্লিন নেটওয়ার্কেরও অংশীদার গান বাক্স মিউজিক।

জনপ্রিয়, ইন্ডিপেন্ডেন্ট, উদীয়মান এবং নতুন শিল্পীদের পাশে থাকায় এবং তাদের গান ছড়িয়ে দেয়ার মাধ্যমে গান বাক্স মিউজিক ইতিমধ্যে বিশ্বব্যাপী শিল্পীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়াও গান বাক্স মিউজিকের বিশেষজ্ঞ টিম শিল্পীদেকে প্রো-অ্যাকটিভ সেবা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে গানের কপিরাইট রেজিস্ট্রেশনের গুরুত্ব সম্পর্কে সচেতন করা, আন্তর্জাতিক ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মগুলোর কৌশল সম্পর্কে অবহিত করা মিউজিক এবং মিউজিক ডিস্ট্রিবিউশন বিজনেস সম্পর্কে অবহিত করা।

সাম্প্রতিক বছরগুলিতে গান বাক্স মিউজিক অসংখ্য প্রশংসা পেয়েছে, যার মধ্যে সংগীতশিল্পী বিশেষজ্ঞদের দ্বারা সেরা ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউশন সংস্থাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হিসাবে স্বীকৃতি পেয়েছে। একটি অগ্রগামী ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান হিসাবে সাফল্য অব্যাহত রাখার জন্য গান বাক্স মিউজিক প্রতিভাবান শিল্পীদের ক্রমবর্ধমান তালিকা অনুযায়ী ব্যতিক্রমী পরিষেবা প্রদানের জন্য সবসময় প্রস্তুত।

উল্লেখ্য, গান বাক্স মিউজিক বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নেপাল, ভূটান, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপসহ বিশ্বের প্রায় ৩৫টি দেশে ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউশন সেবা দিয়ে আসছে।

Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top