Connect with us

Jamjamat

প্রকাশ পেল জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘কঠিন প্রেম’

একক নাটক

প্রকাশ পেল জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘কঠিন প্রেম’

জমজমাট প্রতিবেদক

প্রথম বারের মত জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা সাব্বির অর্নব ও হাস্যোজ্বল সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রী অলংকার চৌধুরী । ’কঠিন প্রেম ‘ নামে নতুন নাটকটি ইউটিউব ও ফেসবুকে রিলিজ আজ ২০ নভেম্বর বিকেল ৩ টায় স্কাইভিউ ফিল্মস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
’কঠিন প্রেম’ নাটকটি লিখেছেন জুয়েল এ্যালিন, নাটকে আরো অভিনয় করেছেন , জনপ্রিয় অভিনেতা আব্দুল্লাহ রানা, জয়িতা প্রিন্তী, নেয়ামত রহমান, রিয়াদ তালুকদার, জাবেদ গাজী, শুভ ও আরো অনেকেই। নাটকটি চিত্রগ্রহনে ছিলেন শরিফ রানা, সম্পাদনায় ছিলেন মাসুদ রানা অনিক , কালার করেছেন টিডি দিপক, সঙ্গীত পরিচালনা করেছেন সজিব দাস।

নাটকের গল্পে দেখা যাবে হৈ হুল্লোড় বন্ধু বান্ধব নিয়ে মাস্তি এই হচ্ছে নাফিসের জীবন। ভীষন রকমের বেপরোয়া। একদিন কোনো বন্ধুর বার্থডে সেলিব্রেট করতে গিয়ে ডিম ছোড়াছুড়ির এক পর্যায়ে রাস্তায় রিক্সায় করে যেতে থাকা অবন্তীর গায়ে গিয়ে লাগে। সচরাচর যা ঘটে নাফিস ভাবে এই বুঝি মেয়েটি তার চৌদ্দগুষ্ঠি উদ্ধার করবে। কিন্তু তাকে ভিষণ রকমের অবাক করে দিয়ে মেয়েটি তাকে কিছু না বলেই চলে যায়। সেই থেকে মেয়েটির পিছু নেয় নাফিস। কি যেনো আছে মেয়েটির মধ্যে। মলিন মুখে একটা নিষ্পাপ চাহনি। সারাক্ষণ একটা মোহ লাগা কাজ করে নাফিজের। অবন্তিকে ফলো করে সে। প্রতিবারই অবন্তী তাকে এভয়েড করে চলে যায়। কঠিন সত্যটা জানতে পারে নাফিস সেদিন। যেদিন পত্রিকায় একটি কুলখানীর বিজ্ঞাপন দেখে আর সেই ঠিকানাটি দেখে অবন্তীদের বাসায়। নাফিস ভাবে এই সুযোগ। দলবল নিয়ে গুনগ্রাহী সেজে যায় অবন্তীদের বাসায়। দূর থেকে অবন্তীকে দেখে চমকে যায় নাফিস। সাদা রঙ্গের শাড়িতে বাসার সামনে গরিব মানুষদের খাবার বিতরণ করছে সে। কিছুতেই হিসাব মেলাতে পারেনা নাফিস। এই ভাবে কঠিন প্রেম নাটকের গল্প এগিয়ে যায়।

জিয়াউদ্দিন আলম বলেন, বরাবরের মত আবার নতুন কিছু দেয়ার চেষ্টা করেছি। এবারের গল্প দর্শকদের ভালো লাগবে। সাব্বির অর্ণব ও অলংকার চৌধুরী খুব ভালো অভিনয় করেছেন । তারা দুই আমার পরিচালনায় প্রথম কাজ করেছেন । আশা করছি দর্শকদের ভালো লাগবে।

Click to comment

Leave a Reply

More in একক নাটক

To Top