Connect with us

Jamjamat

অভিনেত্রী সুমাইয়া শিমু যমজ সন্তানের মা হলেন

তাজা খবর

অভিনেত্রী সুমাইয়া শিমু যমজ সন্তানের মা হলেন

জমজমাট প্রতিবেদক

ছোট পর্দার অভিনেত্রী সুমাইয়া শিমু যমজ পুত্রসন্তানের মা হলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর শেয়ার করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

রোববার (১৯ নভেম্বর) ফেসবুক পোস্টে চয়নিকা জানান, আমাদের সুমাইয়া শিমু তার জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায়ে প্রবেশ করেছে। গত ৮ নভেম্বর যমজ পুত্রসন্তানের মা হয়েছে।

শিমুকে শুভেচ্ছা জানিয়ে এ নির্মাতা আরও লেখেন, ‘তোমাকে অভিনন্দন শিমু। জানি, মা হিসেবে তুমি হবে অনন্য। সোনাবাবাদের জন্য অনেক আশীর্বাদ ও ভালোবাসা।

প্রসঙ্গত, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামকে বিয়ে করেন শিমু। পারিবারিকভাবেই হয় বিয়ের আয়োজন।

Click to comment

Leave a Reply

More in তাজা খবর

To Top