ফিচার
আসন্ন জাতীয় নির্বাচন, পোশাকখাতে নৈরাজ্য ও মেয়াদোত্তীর্ণ গঞ্জিকা
সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী
আসন্ন জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এরইমাঝে উত্তপ্ত দেশের তৈরী পোশাক শিল্প। আন্দোলনের নামে ক্রমাগত নাশকতা চালাচ্ছেন শ্রমিকরা। তাঁদের দাবি, পারিশ্রমিক বাড়াতে হবে। যদিও তৈরী পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএ শ্রমিকদের পারিশ্রমিক বাড়িয়েছে, কিন্তু তাতেও অস্থিরতা থামছে না। এতে সহজেই বোঝা যাচ্ছে, বেতন বৃদ্ধির অজুহাতে চলমান নৈরাজ্যের পেছনে কলকাঠি নাড়ছে অশুভ শক্তি।
ইতোমধ্যে বিএনপির নেতা রুহুল কবির রিজভী দাবী করলেন তৈরী পোশাক খাতে অস্থিরতার পেছনে নাকি ক্ষমতাসীন আওয়ামীলীগ জড়িত। ওনার বক্তব্যের জের ধরেই প্রশ্ন করছি – ক্ষমতাসীন দল নির্বাচনের আগে তৈরী পোশাকখাতে অস্থিরতা সৃষ্টি করে নিজেদের জন্যেই বাড়তি সমস্যার সৃষ্টি করছে, এটা কি সুস্থ-স্বাভাবিক কারো কাছেই গ্রহণযোগ্য হবে? বরং এসব ঘটনার পেছনে লন্ডনে বসে কলকাঠি নাড়ছেন পাকিস্তানের করাচি শহরে জন্ম নেয়া একজন দন্ডপ্রাপ্ত সন্ত্রাসী, এটা বুঝতে কারো কষ্ট হওয়ার কথা নয়। কারণ, তৈরী পোশাক খাতে অস্থিরতা ও নৈরাজ্য অবরোধের নামে বিএনপির চলমান সন্ত্রাসী ও নাশকতামূলক অপকর্মের জন্যে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে এটাই বাস্তবতা। এক্ষেত্রে রুহুল কবির রিজভীর বক্তব্য শুধু হাস্যকরই নয় বরং এই বক্তব্য প্রমাণ করে দিলো বিএনপি কিভাবে নিজেরা অপকর্ম করে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দোষ চাপানোর প্রতিযোগিতায় লিপ্ত। মেয়াদোত্তীর্ণ গঞ্জিকা সেবীদের পক্ষেই এধরনের কান্ডজ্ঞানহীন বিবৃতি দেয়া সম্ভব।
পাকিস্তানের করাচি শহরে জন্ম নেয়া একজন দন্ডপ্রাপ্ত সন্ত্রাসী তারেক রহমানের নির্দেশে চলমান অবরোধে কারা যানবাহনে আগুন দিচ্ছে এটা দিবালোকের মতোই পরিষ্কার। কয়েক মাস আগে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীর একটা টেলিফোন কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খেয়েছে, যেখানে নিপুণ রায়কে বলতে শুনেছি তিনি একজনকে নির্দেশ দিচ্ছেন যানবাহনে আগুন ধরাতে এবং সেটার ভিডিও এবং ছবির তুলতে, যা তিনি “জায়গামত” পাঠিয়ে দেবেন। তিনি এটাও বলেছেন আগুন যেনো “পুরোটা”য় ধরে। তারমানে, যানবাহনে আগুন ধরিয়ে ওগুলোর ভিডিও জায়গামত” পাঠানোর প্রতিযোগিতায় লিপ্ত বিএনপির কর্মীরা।
অনেকেই বিএনপির চলমান সন্ত্রাসী অপতৎপরতা ২০১৩-১৪ সালের আগুন সন্ত্রাসের সাথে তুলনা করলেও এবারের ঘটনাগুলোর অন্য একটা মাত্রা আছে। একদিকে বিএনপি দেশব্যাপী সন্ত্রাসী অপতৎপরতা চালাচ্ছে আর অন্যদিকে এদের এজেন্টরা পশ্চিমা গণমাধ্যম ও নীতিনির্ধারকদের কাছে ক্রমাগত মিথ্যে তথ্য উপস্থাপন করে আন্তর্জাতিক মিডিয়ায় ক্ষমতাসীন আওয়ামীলীগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিপক্ষে একের-পর-এক রিপোর্ট প্রকাশ করাতে সক্ষম হচ্ছে পাশাপাশি পশ্চিমা নীতি-নির্ধারকদের কাছ থেকে বিভ্রান্তিমূলক বিবৃতি আদায়েও সফল হচ্ছে। তারমানে, এবার বিএনপির অপকৌশল ২০১৪-১৪ সালের মতো নয়। এবার ওরা একদিকে সন্ত্রাসী কাজকারবার চালিয়ে দেশের মানুষকে ক্রমাগত ভোগান্তির দিকে ঠেলে দিচ্ছে, অন্যদিকে নিজেদের অপরাধের দায় চাপাচ্ছে ক্ষমতাসীন আওয়ামীলীগের ওপর। আন্তর্জাতিক মিডিয়ায় চলমান অপপ্রচার রোধে কিংবা ওগুলোর বিপরীতে সত্যিকারের ঘটনা তুলে ধরতে আওয়ামীলীগ সরকার পুরোপুরি ব্যর্থ। অন্তত এখন অব্দি। টানা পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামীলীগ কেনো এভাবে বার্থ হচ্ছে এর কারণ আশাকরি সংশ্লিষ্টরা এরইমাঝে উপলব্ধি করছেন।
গত পনেরো বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অকল্পনীয় উন্নতি ও অগ্রগতি সাধিত হয়েছে, যা অস্বীকার করার কোনোই জো নেই। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামীলীগ সরকারের সাফল্য প্রশংসার দাবী রাখে। কিন্তু এই অতি গুরুত্বপূর্ন বিষয়গুলো ব্যাপকভাবে আন্তর্জাতিক মিডিয়ায় আসেনি কেনো? কেনোই বা পশ্চিমা নীতিনির্ধারকদের কাছে নিয়মিতভাবে এসব তুলে ধরা হয়নি? এসব ব্যর্থতার দ্বায় কেউ কি নেবেন? গত পনেরো বছরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যেসব সাংবাদিক ঘুরেফিরে বহুবার বিভিন্ন দেশে গেছেন ওনারা মূলত টিভি চ্যানেলগুলোর টকশো গুলোতেই টক, ঝাল, মিষ্টি কথার ফুলঝুরি ছড়িয়েছেন। তাঁদের কেউকেউ কদাচিৎ স্থানীয় বাংলা পত্রিকাগুলোয় টুকটাক কলাম লিখেছেন। ব্যস এটুকুই। ওনাদের কেউই আন্তর্জাতিক গণমাধ্যমে এসব তুলে ধরেননি কিংবা তুলে ধরার যোগ্যতা ওনাদের নেই। এটাই বাস্তবতা। তাহলে এসব আধমরা কিংবা অযোগ্যদের দেশেদেশে সফরসঙ্গী করে নিয়ে গিয়ে রাষ্ট্রীয় অর্থের অহেতুক অপচয় হলো কার কিংবা কাদের ভুলে?
গত প্রায় দু’বছর যাবত সংসদে বিরোধী দল জাতীয় পার্টির ভেতরে নানাধরনের সার্কাস চলছে। এরইমাঝে ওই দলে দুই গ্রুপ। সামনে হয়তো আরো বাড়বে। এক গ্রুপের নেতা গ ম কাদের বিদেশীদের সহায়তায় প্রধানমন্ত্রী হওয়ার খায়েশে বিভিন্ন দেশে গিয়ে গোপন বৈঠক করেছেন এমন তথ্য অনেকেরই জানা। এমনকি তিনি জাতীয় পার্টিকে বিএনপির নেতৃত্বাধীন জোটের অংশীদার করে আগামী নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছে এখনও পোষণ করছেন। কারণ, গ ম কাদেরের খায়েশ, তিনি প্রধানমন্ত্রী হবেন। জানিনা এসব উদ্ভ্রান্ত ভাবনা ওনার মগজে কারা ঢোকালো। তিনি কি জানেননা সারাদেশে ওনার পার্টির ভোট ব্যাংক চার শতাংশেরও কম? তিনি কি বোঝেননা, আওয়ামীলীগের আশীর্বাদ ছাড়া নির্বাচন করলে তিনিসহ তার দলের প্রায় সবার জামানত বাজেয়াপ্ত হবে? তিনি কি এটাও বোঝেন না, আসন্ন নির্বাচনে বিএনপিসহ ইসলামী দলগুলো, বিশেষ করে জামাতে ইসলামী অংশ নিলে জাতীয় পার্টির ন্যূনতম পলিটিকাল ভ্যালু থাকবেনা?
বিএনপি এখনও বলছে ওরা আসন্ন নির্বাচন বয়কট করবে। এনিয়ে ওই দলের ভেতরেই অস্থিরতা চলছে। এই সুযোগে তৃণমূল বিএনপি ক্রমশ সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে। ইসলামী দলগুলোও নিজেদের নির্বাচনের জন্যে তৈরী করছে। এমন বাস্তবতায় শেষতক বিএনপিও নির্বাচনে অংশ নেবে – তফসিল ঘোষণার পর আরো কিছুদিন সন্ত্রাস-নৈরাজ্য চালানোর পর।
কারণ? পশ্চিমারা যখন বলে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা তখন বিএনপি নেতারা পুলকিত হন এটা ভেবে, আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না থাকলে সেটা পশ্চিমারা মেনে নেবেনা। ওনারা এখনও বুঝতেই পারছেন না অংশগ্রহণমূলক নির্বাচন মানে কোনো একটা নির্দিষ্ট দলকে জোর করে নির্বাচনে অংশ গ্রহন করানো কিংবা ওদের আব্দার মাফিক নির্বাচন অনুষ্ঠান নয়। অংশগ্রহণমূলক নির্বাচন মানে নিবন্ধিত দলগুলোর সিংহভাগের অংশগ্রহণ। এবার এই বিষয়টাই একটু ঘুরিয়ে দেখা যাক। ধরে নিই শেষতক পশ্চিমারা খোলাসা করেই বললো, আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অনির্বাচিত সরকারের অধীনে এবং ওই নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির অংশগ্রহণ বাধ্যতামূলক। এক্ষেত্রে আওয়ামীলীগ যদি বেঁকে বসে এবং বলে অনির্বাচিত সরকারের অধীনে ওরা নির্বাচনে যাবেনা, তখন কি হবে? বিএনপি কি তখন জাতীয় পার্টি, জামাত আর ইসলামী কিছু দলকে নিয়ে আওয়ামীলীগ ছাড়াই নির্বাচন অনুষ্ঠানের আব্দার করবে পশ্চিমাদের কাছে? আর ওই আব্দার কি পশ্চিমারা রাখতে পারবে? অবশ্যই না। বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। এখানে পশ্চিমাদের কোনো তাবেদার সরকার ক্ষমতায় নেই কিংবা বাংলাদেশ অন্য কোনো দেশের কলোনি নয়।
স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের সাংবিধানিক সীমারেখার মধ্যেই। এই নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক এটা আমাদের প্রত্যাশা। কোনো বিদেশি অপশক্তির নির্দেশ, হুকুম কিংবা আব্দার মাফিক নির্বাচন বাংলাদেশ অবশ্যই মেনে নেবেনা। একাত্তরে আমরা বুকের রক্ত ঢেলে দেশ স্বাধীন করেছি কোনো অপশক্তির কাছে আত্মসমর্পণ কিংবা আমাদের স্বাধীন-সার্বভৌম বিসর্জন দেয়ার জন্যে নয়।
সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাধিক পুরস্কারপ্রাপ্ত জঙ্গিবাদ বিরোধী সাংবাদিক, কাউন্টারটেররিজম বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক ও প্রভাবশালী ইংরেজি পত্রিকা ব্লিটজ-এর সম্পাদক