Connect with us

Jamjamat

তথাকথিত সিসিএল বয়কট করলেন রাজ রিপা

তাজা খবর

তথাকথিত সিসিএল বয়কট করলেন রাজ রিপা

জমজমাট প্রতিবেদক

দেশে প্রথমবারের মতো আয়োজিত তথাকথিত সেলিব্রেটি ক্রিকেট লীগে মারামারির ঘটনার পর অনেকেই এর নামকরণ করেছেন চুলাচুলি লীগ। মারামারির ঘটনার পর থেকে প্রতিবাদী ভূমিকায় রয়েছেন এই লীগের খেলোয়াড় চিত্রনায়িকা রাজ রিপা। ঘটনার পর পরই গণমাধ্যমের সামনে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগও এনেছেন তিনি। এবার তিনি প্রকাশ করেছেন হামলার ভিডিও। তার ইঙ্গিতটা সমালোচিত বিতর্কিত ও নিন্দিত ধিকৃত অভিনেতা শরিফুল রাজের দিকে। রাজরিপা নিজের ফেসবুকে গতকাল (মঙ্গলবার) একটি ভিডিও প্রকাশ করেন। এটা নিয়ে শোবিজ মিডিয়ায় তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা গেছে, রাজরিপা এই ক্রিকেট খেলা ব্যক্তিগতভাবে বয়কট করার ঘোষণা দিয়েছেন।

রাজরিপা’র ফেসবুক টাইম লাইনে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, আগ্রাসী ভঙ্গিতে ব্যাট হাতে তেড়ে যাচ্ছেন কালো ক্যাপ পরা এক ব্যক্তি। তাকে কয়েকজন মিলেও থামাতে পারছে না। বেশ কষ্ট করেই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। ভিডিওটির ক্যাপশনে রাজ রিপা লিখেছেন, জনগণের দেখা উচিত, মাথায় কালো ক্যাপ, হাতে ব্যাট নিয়ে মারতে আসা হিরোটি কে ? যাকে ৫-৬ জন মিলে ঠেকাতে পারছিল না। আমার নামের সাথেও কিছুটা মিল আছে।

এই উঠতি চিত্রনায়িকা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ব্যক্তি আমি রাজরিপা সিসিএল বয়কট করলাম। আর যাই হোক এই জীবনে সিসিএল এ আমি আর খেলছি না। যেখানে সিন্ডিকেট আছে সেখানে আমি নাই। ব্যক্তিগত ভাবে আমি নিজেই বয়কট করলাম।

প্রসঙ্গত, গেলো বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা চলাকালীন মাঠে চরম উত্তেজনা বিরাজ করে। মাঠের বাইরে থাকা দুইদলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই উত্তাপ। এরপর দুই পক্ষের শুরু হয় হাতাহাতি। রাত সাড়ে ১১টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। এতে আহত হন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। পরবর্তীতে দুই দলের মধ্যে সমঝোতা করে সিসিএল সাময়িক স্থগিত ঘোষণা করা হয়। কিন্তু মারামারির ঘটনার কোনো সন্তোষজনক সমাধান না করেই এই ক্রিকেট লীগের বাকি খেলা আয়োজন করার ঘোষণা দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন মিডিয়া সংশ্লিষ্ট মানুষজন।

Click to comment

Leave a Reply

More in তাজা খবর

To Top