Connect with us

Jamjamat

বলিউড নায়িকা জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

বলিউড

বলিউড নায়িকা জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

জমজমাট ডেস্ক

বলিউড অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) কলকাতার একটি আদালত সালমান খানের এই নায়িকার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে।

জানা গেছে, ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় ৬টি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল জেরিন খানের। বেশ কয়েকটি কালী পূজার উদ্বোধন করার কথাও ছিল তার। ভিডিও বার্তায় জেরিন খান কলকাতায় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানিয়েছিলেন। এজন্য অগ্রিম ১২ লাখ রুপি নেন তিনি। কিন্তু আগাম অর্থ গ্রহণ করেও তিনি কোনো অনুষ্ঠানেই উপস্থিত হননি।

অনুষ্ঠানে অংশ না নেওয়ার পর ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৫০৬, ১২০ বি ও ৪২০ ধারায় নারকেল ডাঙ্গা থানায় মামলা দায়ের করেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। সেই মামলার শুনানি অনুষ্ঠিত হলেও হাজির হননি জেরিন খান কিংবা তার আইনজীবী। এরই পরিপ্রেক্ষিতে রোববার (১৭ সেপ্টেম্বর) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির কর্মকর্তা বিশাল গুপ্ত এই বিষয়ে বলেন, অনুষ্ঠানের কয়েক দিন আগে জেরিন খান আমাদের জানান, তিনি আসবেন না। কারণ তার কলকাতায় আসার ইচ্ছা নেই। ততদিনে আমরা অগ্রিম ১২ লাখ রুপি জেরিন খানকে দিয়ে দিয়েছি। তাছাড়া উনি আসবেন বলে সারা শহরে ব্যানারও লাগানো হয়েছিল। এতে আমাদের কয়েক লাখ রুপি খরচ হয়। সব মিলিয়ে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই। অর্থ ফেরত না পেয়ে পুলিশের দ্বারস্থ হই।

উল্লেখ্য, ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। যেখানে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘হেট স্টোরি থ্রি’, ‘হাউজফুল’, ‘ওয়াজা তুম হো’, ‘রেডি’ ইত্যাদি ছবিতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

Click to comment

Leave a Reply

More in বলিউড

To Top