Connect with us

Jamjamat

প্যারিস ফ্যাশন উইকে বাংলাদেশী মডেল সোহা

ফ্যাশন

প্যারিস ফ্যাশন উইকে বাংলাদেশী মডেল সোহা

জমজমাট ডেস্ক

বাংলাদেশী ফ্যাশন মডেল জেরিন সাদিয়া সোহা প্রায় চার বছর ধরে আমেরিকায় অবস্থান করছেন। সেখানে তিনি পড়াশোনা করছেন। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ছেন। ২০১৭ সালে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরুর পর বর্তমানে সোহা লসএঞ্জেলেসে মডেল হিসেবে কাজ করছেন।

মূলত আমেরিকায় ফ্যাশন মডেল হিসেবে কাজ করার সুবাদে গ্ল্যামার গার্ল সোহা এবার বিশ্বখ্যাত ‘প্যারিস ফ্যাশন উইকে’ ক্যাটওয়াক করতে যাচ্ছেন। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ফ্যাশন উইক। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ‘প্যারিস ফ্যাশন উইক’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন সোহা। জানা গেছে, তিনি হেরিটেজ ইন্ডিয়া ফ্যাশন এবং ক্রিস্টাল অ্যানের জন্য হাঁটবেন৷ এই আয়োজনটি করছে আমেরিকান এজেন্সি সাউন্ডপেস, এটির কর্ণধার বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী ওমর চৌধুরী।

‘প্যারিস ফ্যাশন উইকে’ নিয়ে মডেল সোহা বলেন, ‘প্যারিস ফ্যাশন উইকে’তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, এতে আমি অনেক গর্বিত বোধ করছি। আমি সত্যিই অনেক এক্সাইটেড। বাংলাদেশী হিসেবে এখানে এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছি – ভাবতেই অনেক ভালো লাগছে। দেশের বাইরে এসে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারাটা অন্যরকম এক ভালো লাগার হয়ে থাকবে আমার কাছে।

জানা গেছে, গেলো বছর নিউইয়র্কে অনুষ্ঠিত ‘নিউইয়র্ক ফ্যাশন উইকে’ অংশগ্রহণ করে ছিলেন মডেল সোহা। এতে প্রথমবারের মতো র‌্যাম্পে হেঁটেছেন এই ফ্যাশন মডেল। ওই সময় তিনি বেশ প্রশংসিত হয়েছিলেন। সোহা জানান, যুক্তরাষ্ট্রের অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছেন সোহা। এর মধ্যে উল্লেখযোগ্য, ‘কিস বিউটি ইউএসএ’, ‘ফাস্ট শ্যাম্পু’, ‘ডার্মালোজিকা’ ব্র্যান্ডের মডেল হয়েছে তিনি। নিউইয়র্কে ২০২১ সালে ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা বাংলাদেশী ‘সেরা মডেল’ হিসাবে পুরস্কার পেয়েছেন তিনি।

Click to comment

Leave a Reply

More in ফ্যাশন

To Top