Connect with us

Jamjamat

৩৮ বছর বয়সেও আকর্ষণীয় রয়েছেন কাব্য!

তারকা কথন

৩৮ বছর বয়সেও আকর্ষণীয় রয়েছেন কাব্য!

জমজমাট ডেস্ক

অভিনয় জগতের তারকারা নিজেকে আকর্ষণীয় করার জন্য অনেক কিছুই করে থাকেন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ফিটনেস। যুগে যুগে পৃথিবীর সব দেশের অভিনেত্রীরাই প্রতিমুহূর্তে চেষ্টায় রয়েছেন নিজের রূপ ধরে রাখার। তাদের চেষ্টায় থাকে বছরের পর বছর ধরে দর্শকদের মনে নিজের জায়গাটা একই রাখার। ৩৮ বছর বয়সে এসেও সেই চেষ্টায় অনেকটাই সফল ভারতের কন্নর চলচ্চিত্রের অভিনেত্রী। তিনি কন্নর ও তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ কাব্য মাধবন।

১৯৯১ সাল থেকে শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। সেই থেকেই অভিনেত্রী হিসেবে তার পথচলা এখনও চলমান। পরবর্তীকালে ১৯৯৯ সালে তরুণ অভিনেত্রী হিসেবে বড়পর্দা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন কাব্য। তরুণ অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকেই একাধিক হিট ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে, ছবিগুলো তাকে দর্শকদের মাঝে তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিল বহুগুণ।

উল্লেখ্য, শোনা যায় ২০০৯ সালে অভিনেতা নিশ্চয়ই চন্দ্রের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ কাব্য। তবে তাদের এই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০১১ সালেই বিচ্ছেদ ঘটে তাদের। এরপর ২০১৬তে অন্যতম জনপ্রিয় দক্ষিণী অভিনেতা দিলীপের সাথে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে, নাম মহালক্ষ্মী। ২০১৮ সালের ১৯শে অক্টোবর জন্ম হয়েছে তার। খুব শীঘ্রই ৪ বছরে পা রাখবে মহালক্ষ্মী।

তবে বলাই বাহুল্য, ৩৮ বছর বয়সেও নিজের রূপের জৌলুস এতটুকু কমেনি অভিনেত্রী কাব্য মাধবনের। তিনি খুব ভালোভাবেই জানেন কীভাবে নিজের ওপর নিজের ভক্তদের নজর টিকিয়ে রাখতে হয়। যেকোনো ইভেন্ট কিংবা অ্যাওয়ার্ড শোতে তার পোশাক ও রূপ রীতিমতো নজর কাড়ে সকলের, অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই রূপের ঝলক মিলবে। এই কন্নর অভিনেত্রী এই মুহূর্তে নিজের জন্যই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় রয়েছেন।

Click to comment

Leave a Reply

More in তারকা কথন

To Top