Connect with us

Jamjamat

ফ্রান্সের প্রেসিডেন্ট সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের স্টুডিওতে

তাজা খবর

ফ্রান্সের প্রেসিডেন্ট সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের স্টুডিওতে

জমজমাট প্রতিবেদক

ঢাকা সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গানের দল ‘জলের গান’-এর সঙ্গীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিও পরিদর্শন করলেন। রোববার রাতে রাহুলের স্টুডিওতে যান তিনি। সেখানে দেড় ঘণ্টা অবস্থান করেন ফরাসি প্রেসিডেন্ট।

পরে সাংবাদিকদের রাহুল আনন্দ জানান, শিল্পী ও শিল্পের প্রতি আগ্রহ থেকে তার স্টুডিওতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি মুগ্ধ হয়ে গান শুনেছেন। নিজে বাঁশি বাজিয়েছেন। এছাড়া ম্যাক্রোঁকে একটি একতারা উপহার দিয়েছেন রাহুল আনন্দ। তিনি আরও জানান, বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি তার সামনে। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপ হয়েছে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজ শেষে ধানমন্ডিতে রাহুল আনন্দের স্টুডিওতে যান ফরাসি প্রেসিডেন্ট। রোববার রাত সাড়ে ১১টা থেকে রাত একটা পর্যন্ত অবস্থান শেষে আবার হোটেলে ফিরে যান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

More in তাজা খবর

To Top