Connect with us

Jamjamat

ওমর ফারুক বিশালের রাজনৈতিক গান

মিউজিক

ওমর ফারুক বিশালের রাজনৈতিক গান

জমজমাট প্রতিবেদক

প্রয়াত গীতিকার ওমর ফারুক বিশাল মৃত্যুর আগে বিশ্ব রাজনৈতিক ভাবনা নিয়ে লিখেছিলেন ‘গর্জন’ শিরোনামের একটি গান। এটি কণ্ঠে তুলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী।

মুরাদ নূরের সুরে গানটির সঙ্গীতায়োজন করেন মুশফিক লিটু। রাইসুল তমাল পরিচালিত নুসরাত ইমরোজ তিশা ও মুশফিক ফারহান অভিনীত ‘আদা সমুদ্দুর’ নাটকে গানটির অংশবিশেষ প্রকাশিত হয়েছিল। সেটি নতুন করে ইউটিউবে প্রকাশ্যে এলো।

গানটি প্রসঙ্গে ঐশী বলেন, বিশ্ব রাজনীতি, মানবতার রাজনীতি নিয়ে সময়ের ভাবনায় ‘গর্জন’ গানটি। মুরাদ নূর ভাই অফার করতেই রাজি হই! আমাদের আগের প্রকাশিত অন্যান্য গানগুলো বেশ প্রশংসিত, স্টেশন-২ তো মেরিল প্রথম আলো পুরষ্কার এনে দিলো। গর্জন গাইতে গিয়েই বিশাল ভাইয়ের সাথে পরিচয়। একজন শতভাগ কাব্যিক মানুষ। মজার বিষয় হলো গানটিতে আমি সম্মানি নেইনি। নিজস্ব বোধ থেকেই গেয়েছি।

মুরাদ নূর বলেন, এই গান করতে গিয়েই বিশাল আমার বন্ধুত্ব হয়েছে। তারপরেই শুরু হলো, আমাদের প্রকাশিত সবগুলো গানই প্রশংসিত। দারুণ জুটি ছিল। ‘গর্জন’ গানটিই বিশালের বিশাল প্রকাশ। প্রতিটি শব্দে প্রমাণ করেছে বিশাল কে! আমরা কি হারিয়েছি! বিশালের জন্য অনেক দোয়া। শিগগিরই বিশাল-মুরাদ নূরের সৃষ্টি কিছু অপ্রকাশিত গান প্রকাশ করব।

Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top