Connect with us

Jamjamat

জনপ্রিয় মার্কিন গায়ক স্টিভ হারওয়েল আর নেই

মিউজিক

জনপ্রিয় মার্কিন গায়ক স্টিভ হারওয়েল আর নেই

 

জমজমাট ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের পপ-রক ব্যান্ড স্ম্যাশ মাউথের সাবেক প্রধান গায়ক স্টিভ হারওয়েল আর নেই। গত সোমবার মৃত্যু হয়েছে এই গায়কের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, স্টিভ হারওয়েলের ম্যানেজার রবার্ট হেইস গায়কের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। চলতি সপ্তাহের শুরুতে টিএমজেডকে তিনি বলেছিলেন, লিভারজনিত অসুখে ভুগছিলেন তিনি।

২০১৩ সালে হৃদরোগ কার্ডিওমায়োপ্যাথি এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, অ্যাকিউট ওয়ার্নিক এনসেফালোপ্যাথি নির্ণয়ের পর গত কয়েক বছর ধরেই স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। যা তার স্মৃতিশক্তিতে প্রভাবিত করেছিল। এ ছাড়া তিনি মাদকাসক্তেও ভুগছিলেন। তার জন্ম ১৯৬৭ সালে ক্যালিফোর্নিয়ায়।

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top