Connect with us

Jamjamat

অভিনেতা আফজাল হোসেনকে সিসিইউতে নেওয়া হয়েছে

তারকা কথন

অভিনেতা আফজাল হোসেনকে সিসিইউতে নেওয়া হয়েছে

জমজমাট প্রতিবেদক

সোমবার (৪ সেপ্টেম্বর) একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর রাতে হার্ট অ্যাটাক হয় এই অভিনেতার। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি বলেন, আফজাল হোসেন গতকাল রাতে হার্ট অ্যাটাক করেছেন। পরে তাকে দ্রুত সিসিইউতে নেওয়া হয়।

জানা যায়, নিজের জীবনের গল্পে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন শিহাব শাহীন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চার দিন শুটিং করার পর দেশে ফেরেন নির্মাতা ও তার টিম।

দেশে ফিরে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে আবারও ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অভিনেতা আফজাল হোসেন অসুস্থ হয়ে যাওয়ায় বর্তমানে শুটিং বন্ধ রয়েছে।

অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু মাসুম বাশার বলেন, আফজালের অবস্থা খুব একটা ভালো বলা যাচ্ছে না। বর্তমানে সিসিইউতে ভর্তি আছেন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয়। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।

Click to comment

Leave a Reply

More in তারকা কথন

To Top