Connect with us

Jamjamat

আবারো তারকা দম্পতি রাহুল-প্রিয়াঙ্কা একসঙ্গে

তারকা কথন

আবারো তারকা দম্পতি রাহুল-প্রিয়াঙ্কা একসঙ্গে

জমজমাট ডেস্ক

আবারো দাম্পত্য জীবনে ফিরলেন রাহুল ও প্রিয়াঙ্কা। ২০১৮ সাল থেকে তাদের বিচ্ছেদের মামলা চলছিল। শনিবার (২ সেপ্টেম্বর) আইনি জটিলতা সরিয়ে আরও একবার একসঙ্গে থাকার শপথ দুই তারকার। বিরোধ মিটিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষই।

শনিবার ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আলিপুর-এ আসেন রাহুল ও প্রিয়াঙ্কা। আদালতের সিলমোহরে ফের নতুন করে ঘর বাঁধলেন এই তারকা দম্পতি। ছেলে সহজের কথা ভেবেই নিজেদের সমস্যাকে দূরে সরিয়ে এক ছাদের তলায় দ্বিতীয় ইনিংস শুরু করতে চান রাহুল।

২০১৮ সাল থেকে তাদের এই মামলা শুরু হয়। মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে শুনানি ছিল। আদালতে কেউ হাজিরা দেননি। এরপরই মামলার শুনানি ধার্য হয় মার্চ, এপ্রিল ও জুলাইয়ে।

Click to comment

Leave a Reply

More in তারকা কথন

To Top