চলচ্চিত্র
মুক্তির অপেক্ষায় দেলোয়ার জাহান ঝন্টু’র ‘সুজন মাঝি’
জমজমাট প্রতিবেদক
বন্দুক, ওমর শরিফ, সেলিম জাভেদ, আল হেলাল, নাগরানী, শশী পুন্নু, হাতি আমার সাথী, ভাই আমার ভাই এমন অসংখ্য হিট সিনেমার কারিগড় বরেণ্য চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু আশি পেরিয়ে একাশিতে পা রাখতে যাচ্ছেন, তবে সেটা বয়সে নয় সিনেমা নির্মাণ দিয়ে। আগামী ৮ সেপ্টেম্বর মহাসমারোহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
তার আগে আগামী ৩ সেপ্টেম্বর বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে ‘সুজন মাঝি’ টিম।
এমনটাই জানিয়েছেন খ্যাতিমান চিত্রনাট্যকার, কাহিনী ও সংলাপ রচয়িতা দেলোয়ার জাহান ঝন্টু। ও প্রান্ত থেকে বলেন, এটা আমার ৮১তম সিনেমা। বয়সের থেকে ছবির সংখ্যা বেশি।
উপমহাদেশের সবচেয়ে বেশি সিনেমার এই নির্মাতা আরো বলেন, গ্রামীন আবহের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছি। এখনকার দর্শক মৌলিক গল্পে গ্রামীণ আবহটা দেখতে চায়। তাদের সেই চিরচেনা আবহটাই ছবিতে তুলে ধরা হয়েছে।
ছয়টি গান সমৃদ্ধ সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু নিজে। গ্রামীণ মেজাজের সব কটি গানের কোরিওগ্রাফি করেছেন রমজান।
ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ফেরদৌস ও নিপুণের পাশাপাশি তিথি ও রাতুলকে সুযোগ করে দিয়েছেন ঝন্টু। এছাড়া খল অভিনেতা গাঙ্গুয়া, সেলিম, শিউলি আক্তার প্রমুখ সিনেমায় অভিনয় করেছেন।
মনিরুজ্জমানের ক্যামেরায় মেকাপ আর্টিস্ট সেলিম সুজন মাঝি সিনেমায় টেকনিক্যাল ক্রু হিসেবে কাজ করেছেন। ছবিটির পরিবেশনা করছে সেমন্তী মিউজিক।