Connect with us

Jamjamat

দ্বিতীয় বার বিয়ের জন্য পাত্র খুঁজছেন সিমলা!

চলচ্চিত্র

দ্বিতীয় বার বিয়ের জন্য পাত্র খুঁজছেন সিমলা!

জমজমাট প্রতিবেদক

প্রায় দুই যুগ আগে ১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয় সিমলার। ঝিনাইদহের অখ্যাত আনকোড়া সিমলাকে নায়িকা বানান মার্শাল আর্ট ছবির জনক প্রয়াত শহীদুল ইসলাম খোকন। ক্যারিয়ারের প্রথম ছবিতে ফুলি চরিত্র দিয়ে দর্শকের নজরে আসেন সিমলা। এরপর অনেক ছবিতে অভিনয় করে সফল হন সিমলা। ব্যক্তি জীবনে তিনি গাঁটছড়া বাঁধেন ২০১৮ সালে। গোপনে বিয়ে করায় সিমলার বিয়ের খবর মিডিয়ায় প্রকাশ্যে আসে ২০১৯ সালে। শোনা যাচ্ছে, দ্বিতীয়বার বিয়ের জন্য পাত্র খুঁজছেন তিনি।

জানা গেছে, সিমলার প্রথম স্বামীর নাম পলাশ আহমেদ। সুখের সংসারই করছিলেন এই জুটি। বিপত্তি বাধে ২০২০ সালে। ওই বছর পলাশ একটি উড়োজাহাজ ছিনতাই করার চেষ্টা করেন। ছিনতাই করার সময় কমান্ডো অভিযানে চট্টগ্রাম বিমানবন্দরে নিহত হন পলাশ। প্রথম স্বামীর মৃত্যুর পর আর বিয়ে করেননি সিমলা। কিন্তু তার পরিবার এখন চাইছে – আবারও কোনো জীবনসঙ্গীকে খুঁজে নিক অভিনেত্রী। আর তাই পাত্র খুঁজছে সিমলার পরিবার।

বিয়ের জন্য পরিবার থেকে পাত্র খোঁজা প্রসঙ্গে সিমলা সংবাদমাধ্যমকে বলেন, বারবার ভুল করতে চাই না। এখন একটু চিন্তাভাবনা করেই বিয়েটা করব। এর জন্য মানসিকভাবে পরিণত স্বামীর সন্ধানেই আছে আমার পরিবার।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top