বিবিধ
আজ খল অভিনেতা বাবরের মৃত্যুবার্ষিকী
জমজমাট প্রতিবেদক
বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা ও নির্মাতা বাবর। নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করলেও খল অভিনেতা হিসেবে দর্শকপ্রিয়তা পান তিনি। ২০১৯ সালের ২৬ আগস্ট স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবর।
দীর্ঘদিন গ্যাংরিন (পচন রোগ) রোগে ভুগছিলেন বাবর। এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ও ফুসফুসের সমস্যাও ছিল এই অভিনেতার। আজ তার চতুর্থ মৃত্যুবার্ষিকী।
১৯৫২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার গেণ্ডারিয়ায় জন্মগ্রহণ করেন চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় এই খল অভিনেতা। আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন বাবর। খল অভিনেতা হিসেবে বাবরের যাত্রা শুরু হয় রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে।
এরপর প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রায় এক যুগ আগে মনোয়ার হোসেন ডিপজলের ‘তের গুণ্ডা এক পাণ্ডা’ চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি। বাবর ‘দাগী’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। পরিচালনা করেছেন ‘দয়াবান’, ‘দাগী’ ও ‘দাদাভাই’ নামের চলচ্চিত্রগুলো।