Connect with us

Jamjamat

আজ ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবুর গায়ে হলুদ

তারকা কথন

আজ ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবুর গায়ে হলুদ

জমজমাট প্রতিবেদক

মাহবুবুর রহমান চাষী হলেও তিনি চাষী আলম নামে সুপরিচিত শোবিজ অঙ্গনে। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু চরিত্র দিয়ে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার জানা গেলো নতুন খবর। পারিবারিক ভাবে বিয়ে করছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল (২৫ আগস্ট) বিয়ে করছেন চাষী আলম। আজ (২৪ আগস্ট) রাতে রাজধানীর একটি রেস্টুরেন্ট আয়োজন করা হয়েছে গায়ে হলুদের।

শোবিজ অঙ্গন সূত্রে জানা গেছে, পরিবার ও শোবিজ অঙ্গনের অনেকে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেবেন। কিন্তু বিষয়টি নিয়ে কেউ কথা বলতে চাননি।

নাম প্রকাশ না করার শর্তে চাষী আলমের এক আত্মীয়  বলেন, আজ বনানীর একটি রেস্টুরেন্টে গায়ে হলুদের অয়োজন করা হয়েছে। আগামীকাল বিয়ে।

এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েক দিন। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

Click to comment

Leave a Reply

More in তারকা কথন

To Top