ওটিটি প্লাটফর্ম
মাত্র ১৮ টাকা খরচে দেখা মিলবে প্রিয়তমা’র!
জমজমাট প্রতিবেদক
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ এখন হাতের নাগালে। মুক্তির পর ছবিটি যারা দেখতে পারেননি, তাদের জন্যে সুখবর। গেল ঈদে মুক্তি পাওয়া এই ছবিটি এখন মাত্র ১৮ টাকা খরচ করলেই দেখা যাবে। (২২ আগস্ট) মঙ্গলবার থেকে এটি দেখানোর ব্যবস্থা করেছে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে। আর এই সুযোগটি শুধুমাত্র বাংলাদেশের দর্শকদের জন্য।
এই বিষয়ে হিমেল আশরাফ বলেন, সিনেমা হলে তুমুল চাহিদা থাকার পরেও দ্রুত ওটিটিতে দেওয়ার পেছনের অন্যতম কারণ হলো আমরা চাই বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক মানুষ প্রিয়তমা দেখুক। দেশের অনেক জেলা – উপজেলায় সিনেমা হল নেই। কিন্তু সেখানকার মানুষের মধ্যে এটি দেখার তুমুল আগ্রহ রয়েছে। তাদের কথা ভেবেই প্রিয়তমা টিমের এই সিদ্ধান্ত। তিনি আরও বলেন, অর্থ গুরত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ মানুষের ভালোবাসা। প্রিয়তমাকে যে ভালোবাসা দর্শক দিয়েছে, সত্যি বলতে আমাদের আর কিছু চাওয়ার নেই।
হিমেল আশরাফের পরিচালনায় রোমান্টিক – অ্যাকশন ঘরানার এই সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ অনেকে।