চলচ্চিত্র
দিল্লিতে ‘কাঠগোলাপ’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার
জমজমাট প্রতিবেদক
বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য প্রযোজক মো: ফরমান আলী প্রযোজিত নতুন ছবি ‘কাঠগোলাপ’ মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে। গণমাধ্যমকর্মীদের মো: ফরমান আলী জানিয়েছেন, আজ ৫ আগস্ট ভারতের দিল্লিতে ১১তম জাগরন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে। ভারতীয় স্থানীয় সময় সন্ধ্যা ৬.৪৫ মিনিটে কাঠগোলাপ ছবিটি উৎসবের ৩ নম্বর মিলনায়তনে প্রদর্শন করা হবে। ছবিটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, জামশেদ এবং দিলরুবা দোয়েল।
মো: ফরমান আলী জানান তার প্রযোজনা প্রতিষ্ঠান ড্রীমল্যান্ড এন্টারটেইনমেন্ট এর ব্যানারে কাঠগোলাপ ছবিটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। ছবিটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন অপূর্ণ রুবেল। চিত্রগ্রহণ করেছেন নাহিয়ান বেলাল।
প্রযোজক মো: ফরমান আলী জানান, কাঠগোলাপ ছবিটি ভারতের একটি সুপ্রসিদ্ধ চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার শো হওয়ার মধ্য দিয়ে দারুন একটি রেকর্ড সৃষ্টি করছে। তিনি এই প্রসঙ্গে বলেন, আমার এই ছবিটি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু উৎসবে এন্ট্রি করা হয়েছে। আমার বিশ্বাস – কাঠগোলাপ দেশ – বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশী চলচ্চিত্রের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করবে।
উল্লেখ্য, জাগরণ চলচ্চিত্র উৎসবে কাঠগোলাপ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার আগে গেলো কান চলচ্চিত্র উৎসবে এটির পোস্টার উন্মোচন করা হয়। বিশ্বের সম্মানজনক ওই উৎসবে পোস্টার উদ্বোধনের পর আজ এটির আরেকটি চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে দারুন এক রেকর্ড তৈরি করলো।
