Connect with us

Jamjamat

আমেরিকা-কানাডায়ও ‘প্রিয়তমা’র জয়জয়কার

চলচ্চিত্র

আমেরিকা-কানাডায়ও ‘প্রিয়তমা’র জয়জয়কার

আমেরিকা-কানাডায়ও ‘প্রিয়তমা’র জয়জয়কার

জমজমাট প্রতিবেদক

হলিউডের সুপারপিক সিনেমা মৌসুমের মাঝেও এই মুহুর্তের আলোচিত বাংলাদেশী চলচ্চিত্র ‘প্রিয়তমা’ কানাডা ও আমেরিকার থিয়েটারে দ্বিতীয় সপ্তাহে গড়াচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোঃ অলিউল্লাহ সজীব। তিনি জানান, বিশ্ব সিনেমার এই ভরা মৌসুমে প্রথম উইকএন্ড বা তিনদিনে চুয়াল্লিশ হাজার ডলার গ্রস সেল করেছে প্রিয়তমা ছবিটি। এক অফিসিয়াল পোস্টে তিনি আজ এই তথ্য প্রকাশ করেন।

এই বিষয়ে তিনি বলেন, হলিউড সিনেমার পিক সামার মৌসুম হওয়ার কারণে ৭ জুলাই ‘প্রিয়তমা’ ৪২টি হলে কানাডা ও আমেরিকায় মুক্তি পাওয়ার সুযোগ পেয়েছে। এর আগের সপ্তাহ থেকে চলে আসা ইন্ডিয়ানা জোন্স, একই দিনে মুক্তি পাওয়া জয় রাইড, মাঝ সপ্তাহে (১২ জুলাই, বুধবার) মুক্তি পাওয়া মিশন ইম্পসিবল এর কারণে কানাডা আমেরিকার চেইনগুলো এই মুহুর্তে একদমই আউটস্ট্যান্ডিং সম্ভাবনার কোন সিনেমা না হলে পর্যাপ্ত থিয়েটার দিচ্ছে না বা দিতে পারছে না। নিজেদের ইন্ডাস্ট্রির সিউরশট ব্লকবাস্টার সিনেমা যেগুলার ওপর তাদের ইয়ারলি ব্যবসারও প্রায় সবটা নির্ভর করে, সেগুলো রেখে অন্য ইন্ডাস্ট্রির অনিশ্চিত সম্ভাবনার সিনেমার ওপর তারা বাজি ধরবে – এটা আশা করাও অন্যায়। তাই ‘প্রিয়তমা’ বেশ কিছু KEY লোকেশন ছাড়াই মুক্তি পেয়েছে। কানাডার অটোয়া, মন্ট্রিয়ল, এডমন্টন, সাস্কাটুন, রেজিনা এবং আমেরিকার ভার্জিনিয়া, সাউথ ফ্লোরিডা, পেন্সিল্ভেনিয়ার আপার ডার্বি- ল্যান্সডেল, নিউইয়র্কের বাফেলো, ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল লস এঞ্জেলেস, কানেক্টিকাট, ম্যাসাচুসেটস এর কোনো থিয়েটারে জায়গা বের করা যায়নি ‘প্রিয়তমা’র জন্য। এসব লোকেশন আমাদের সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ বড় অংকের একটা বক্স অফিস কন্ট্রিবিউশন আসে এই লোকেশনগুলো থেকে।

তারপরও প্রথম ৩ দিনে ‘প্রিয়তমা’ ৪৪ হাজার ডলার গ্রস সেল করে ফেলেছে এবং এটি উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে (এখন পর্যন্ত) চতুর্থ সর্বোচ্চ ওপেনিং। খুব আশা জাগানিয়া বিষয় হলো, ৪২টি থিয়েটারের মধ্যে যে কয়টি Key মার্কেটে রিলিজ হতে পেরেছে তার সবগুলোতেই দারুন পারফর্ম করছে সিনেমাটি। নিউইয়র্কে তো রীতিমত ‘প্রিয়তমা’ ঝড় বইছে। দর্শকের চাপে এই কঠিন সময়েও নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স তাদের সবচেয়ে বড় হলটা প্রিয়তমাকে দিতে বাধ্য হয়েছে। ৪টির জায়গায় ৭টি শো চালিয়েছে একদিন। মিশিগানের এএমসি জন আর ১৫ এ তো প্রথম দিন থেকেই শো টিকেট সোল্ড আউট হয়ে যাচ্ছে। কানাডার টরন্টোতেও চলছে ‘প্রিয়তমা’ দেখার উৎসব। এখানে ‘প্রিয়তমা’র এমন দূর্দান্ত সাফল্য একটা বড় ঘটনা। এছাড়া নর্থ ইস্ট ফিলাডেলফিয়ার বেনসালেমের এএমসি নেশামিনি ও গ্রেটার লস এঞ্জেলেস এর এএমসি ফুলারটনে দারুণ যাচ্ছে। সবচেয়ে ভাল খবর হচ্ছে, সবগুলো হলেই ২য় সপ্তাহে পদার্পণ করেছে ‘প্রিয়তমা’।

তিনি আরও বলেন, এখানে আবারও মনে করিয়ে দেই, এই পিক সামার মৌসুমে হলিউড সিনেমার প্রবল দাপটের মাঝে একমাত্র আউটস্ট্যান্ডিং সম্ভাবনা থাকলে বা আউটস্ট্যান্ডিং পারফর্মেন্স করলেই জায়গা পাওয়া বা ধরে রাখা যাবে থিয়েটারগুলোতে। ‘প্রিয়তমা’ উপরের থিয়েটারগুলোতে সেটা করতে না পারলে ২য় সপ্তাহে যাবার প্রশ্নই উঠতো না। আন্তর্জাতিক চেইন থিয়েটারগুলো বাংলাদেশের ছবির এমন সাফল্যে উচ্ছ্বসিত।

সাত জুলাই আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস এবং কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট এর মোট বিয়াল্লিশ থিয়েটারে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। কানাডা ও আমেরিকার পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর পরিবেশনায় ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত হিমেল আশরাফ এর চলচ্চিত্র ‘প্রিয়তমা’ ছবির প্রধান তারকা বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এবং ভারতের ইধিকা পাল। টাইটেল গান ও ইশ্বর শিরোনামের দুটি গান দারুণ জনপ্রিয়তা পেয়েছে। আজ আসছে ‘গভীরে’ শিরোনামের আরেকটি গান।

কানাডা ও আমেরিকার পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর পরিবেশনায় বাংলাদেশে মু্ক্তির পর ইতোমধ্যেই ব্লকবাস্টারের পথে ছুটছে ‘প্রিয়তমা’। দ্বিতীয় সপ্তাহে হল বেড়ে বাংলাদেশ, কানাডা ও আমেরিকা মিলিয়ে বিশ্বব্যাপী একশো একান্ন হলে চলছে ঈদের সবচেয়ে আলোচিত ছবিটি।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top