Connect with us

Jamjamat

সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে বিদ্যা সিনহা মিমের ‘অন্তর্জাল’

চলচ্চিত্র

সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে বিদ্যা সিনহা মিমের ‘অন্তর্জাল’

সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে বিদ্যা সিনহা মিমের ‘অন্তর্জাল’

জমজমাট প্রতিবেদক

ওয়ালটন নিবেদিত সিনেমাটি পরিচালনা করেন দীপংকর দীপন। আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। এরই মধ্যে সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন করা হয়েছে। সিনেমাটি ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায়। এবার সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করলেন এর নির্মাতা।

রোববার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করে নির্মাতা দীপংকর দীপন জানান, আসছে সেপ্টেম্বরের আট তারিখ একসঙ্গে বিশ্বের ৫ মহাদেশে মুক্তি পাবে সিনেমাটি।

‘অন্তর্জাল’ সিনেমায় লুমিন নামে একটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। চরিত্রটি দেশের জন্য সর্বাদা নিজেকে নিয়োজিত রাখে।অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে নিশাদ চরিত্রে। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে। যার চরিত্রের নাম প্রিয়ম। তিনি রোবট নিয়ে কাজ করেন।

এছাড়াও বিশেষ কয়েকটি চরিত্রে এই সিনেমায় অভিনয় করেছেন এবিএম সুমন, কিটো ভাই , মাশরুর এনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দারসহ অনেকে।

‘অন্তর্জাল’র চলচ্চিত্রের গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top