Connect with us

Jamjamat

পৃথিবীর তিন দেশের ১৫০ টি প্রেক্ষাগৃহে প্রিয়তমা!

চলচ্চিত্র

পৃথিবীর তিন দেশের ১৫০ টি প্রেক্ষাগৃহে প্রিয়তমা!

পৃথিবীর তিন দেশের ১৫০ টি প্রেক্ষাগৃহে প্রিয়তমা!

জমজমাট প্রতিবেদক

মার্কিন মুল্লুকে হলিউডের ‘সুপারপিক সিনেমা মৌসুমে’র মাঝেও এই মুহুর্তের সবচেয়ে আলোচিত বাংলাদেশী চলচ্চিত্র ‘প্রিয়তমা’ কানাডা ও আমেরিকার ৪২টি থিয়েটারে মুক্তি পাচ্ছে ৭ জুলাই শুক্রবার। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোঃ অলিউল্লাহ সজীব। তিনি বলেছেন, অফপিক বা সাধারণ সময়ে এই সংখ্যা ১৪২ এর সমান। এই খবরে সোশাল মিডিয়ায় থিয়েটার লিস্ট শেয়ার করে আমেরিকা ও কানাডার দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান ও এই ছবির প্রধান অভিনেতা শাকিব খান।

জানা গেছে, ৭ জুলাই থেকে সপ্তাহজুড়ে আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে আঠারটি স্টেট এর সাইত্রিশটি থিয়েটারে চলবে ‘প্রিয়তমা’ ছবিটি। স্টেটগুলো হলো নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, ওহাইও, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, মিশিগান, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, এলাবামা, ওকলাহোমা, কলোরাডো, অ্যারিজোনা, নেভাদা এবং ক্যালিফোর্নিয়া।একই দিন থেকে পুরো সপ্তাহ জুড়ে কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট এর চেইনে চারটি প্রভিন্স অন্টারিও, ম্যানিটোবা, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া এর পাঁচটি থিয়েটারে থাকছে ‘প্রিয়তমা’।

‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর পরিবেশনায় ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত হিমেল আশরাফ এর ছবি ‘প্রিয়তমা’র আকর্ষন বাংলাদেশের সবচে বড় তারকা শাকিব খান এবং ভারতের ইধিকা পাল। ঈশ্বর, কোরবানি, প্রিয়তমা গানগুলোর সাথে শাকিব খান এর বৃদ্ধ লুক সিনেমার প্রতি দর্শককে আকৃষ্ট করেছে। বাংলাদেশে ঈদে মু্ক্তির পর ইতোমধ্যেই ব্লকবাস্টারের পথে ছুটছে ‘প্রিয়তমা’। দ্বিতীয় সপ্তাহে হল বেড়ে ১০৮টি হয়েছে। বাংলাদেশ, কানাডা ও আমেরিকা মিলিয়ে এই সপ্তাহে বিশ্বব্যাপী ১৫০টি হলে চলছে ঈদের সবচেয়ে আলোচিত এই ছবিটি।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top