Connect with us

Jamjamat

ঈদের নাটক জোভান-কেয়া পায়েল’র ‘কাটুস কুটুস কোরবানি’

একক নাটক

ঈদের নাটক জোভান-কেয়া পায়েল’র ‘কাটুস কুটুস কোরবানি’

ঈদের নাটক জোভান-কেয়া পায়েল’র ‘কাটুস কুটুস কোরবানি’

জমজমাট প্রতিবেদক

আসন্ন ঈদকে সামনে রেখে নির্মিত হলো ঈদের নাটক ‘কাটুস কুটুস কোরবানি’। জোবায়েদ আহসানের চিত্রনাট্যে নির্মান করেছেন রাফাত মজুমদার রিংকু।এমনই এক মফস্বলের প্রেমময় ও মজার গল্পে হাজির হবে সময়ের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

গল্পে দেখা যাবে, মফস্বলের দুটো পাশাপাশি পরিবার। এক পরিবার জোভানের, অন্যটিতে পায়েল। জোভান ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়ি গিয়ে শুনলেন, এবার তার বাবা পায়েলের বাবার সঙ্গে যৌথভাবে কোরবানি দেবেন। গরু কেনা হবে একসঙ্গে। তারপর জোভান এবং পায়েলের মাঝে সেই গরু নিয়ে তৈরি হয় নানা জটিলতা।

নির্মাতা রিংকু বলেন, কোরবানির গরুটিকে ঘিরে জোভান ও পায়েলের মধ্যে চলা নানা প্রতিযোগিতা। যেমন, জোভান চাইবেন গরুটা তার বাসায় থাকবে। পায়েল বলবেন, না আমার বাসায়। জোভান গরুকে খাওয়াতে মাঠে নিয়ে যাবে। পায়েল ভাববেন সে গরু নিয়ে তার বাসায় চলে গেছে! এরপর দুজনার এই গরু জটিলতার রেশ গড়াবে দুই পরিবারের মধ্যেও।

প্রসঙ্গত, নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, নাটকটির মাধ্যমে মফস্বলের কোরবানি কালচারের কিছু বাস্তব চিত্র উঠে আসবে। এটি আসন্ন ঈদুল আজহায় একটি অনলাইন প্লাটফর্মে প্রকাশ পাবে।

Click to comment

Leave a Reply

More in একক নাটক

To Top