Connect with us

Jamjamat

বাবা দিবসে শরীফুল রাজকে উদ্দেশ্য করে পরীমণির স্ট্যাটাস

তারকা কথন

বাবা দিবসে শরীফুল রাজকে উদ্দেশ্য করে পরীমণির স্ট্যাটাস

বাবা দিবসে শরীফুল রাজকে উদ্দেশ্য করে পরীমণির স্ট্যাটাস

জমজমাট প্রতিবেদক

আজ ‘বিশ্ব বাবা দিবস’। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ববাসী বাবা দিবস হিসেবে পালন করেন। বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে বাবা দিবস পালনের প্রচলন হয়।

পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই যার শুরু। বাবা দিবসের মতো বিশেষ দিনে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি শরিফুল রাজের পিতৃত্বকে খাটো করলেন।

রোববার (১৮ জুন) ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ নিজের ফেসবুকে একটি লেখা পোস্ট করেন পরী। যেখানে সরাসরি নাম প্রকাশ না করলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই স্বামী শরীফুল রাজকে উদ্দেশ্য করে এমন স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী।

স্ট্যাটাসে পরী লিখেছেন, এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজই থাকবে না!

তিনি আরও লিখেন, অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের সাথে আছে! লুজার। মা-বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা।

Click to comment

Leave a Reply

More in তারকা কথন

To Top