Connect with us

Jamjamat

চিত্রনায়ক রোশান বিয়ের অনুষ্ঠানের ১৮ দিনেই কন্যা সন্তানের বাবা হলেন

চলচ্চিত্র

চিত্রনায়ক রোশান বিয়ের অনুষ্ঠানের ১৮ দিনেই কন্যা সন্তানের বাবা হলেন

চিত্রনায়ক রোশান বিয়ের অনুষ্ঠানের ১৮ দিনেই কন্যা সন্তানের বাবা হলেন

জমজমাট প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের চিত্রনায়ক জিয়াউল রোশান চুপিসারে অনেক আগেই বিয়ে করেছিলেন। তবে তা গোপন রেখেছিলেন তিনি। দীর্ঘ ৫ বছরের প্রেম ও বিয়ের পর চলতি মাসের ৬ তারিখেই এ খবর প্রকাশ্যে এনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন চিত্রনায়ক। কারণ, তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। যার কারণে না চাইলেও বিয়ের খবর প্রকাশ্যে আনতে বাধ্য হন রোশান।

গতবুধবার (২৪ মে) জানা গেল বিয়ের অনুষ্ঠানের মাত্র ১৮ দিনের মধ্যে চিত্রনায়ক রোশান বাবা হয়েছেন। বাবা হওয়ার ঘটনা অনেকেই অবাক হয়েছেন। তবে অবাক হবার কিছু নেই। রোশান ২০২০ সালের ১১ জুন গোপনে রোশানের উত্তরার বাসায় বিয়ে করেন তাহসিনা এশাকে।

গোপনীয়তা ভঙ্গ করেন চলতি মাসে। দু’পক্ষের পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে গত ৬ মে সন্ধ্যায় বিবাহত্তোর সংবর্ধনা আয়োজন করেন। সন্তান জন্মের আগে বিয়ের খবরটি তারা সবার সামনে আনতে চেয়েছিলেন, তাই এ আয়োজন।

বুধবার (২৪ মে) সকাল ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তাহসিনা এশা এক ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রোশান নিজেই।

২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। সেদিন তার এক বন্ধুর উত্তরার বাসায় কাজি ডেকে বিয়ের কাজটি সেরে নেন তারা।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top