Connect with us

Jamjamat

গৌতম সাহার ফটোশুটে অপু-বারিশা

ফ্যাশন

গৌতম সাহার ফটোশুটে অপু-বারিশা

গৌতম সাহার ফটোশুটে অপু-বারিশা

জমজমাট প্রতিবেদক

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারো বধূবেশে ধরা দিয়েছেন। তবে এটি বাস্তবে নয়, একটি পার্লারের ফটোশুটে অংশ নিতেই বধূ সাজতে হয়েছে বলে জানান অপু বিশ্বাস। গৌতম সাহার কোরিওগ্রাফিতে এই ফটোশুটে অপুর পাশাপাশি অংশ নেন মডেল-উপস্থাপিকা বারিশা হক।

বুধবার (২৪ মে) নারায়ণগঞ্জের আকলিমা’স বিউটি পার্লারের এই ফটোশুটে ক্যামেরায় ছিলেন আফজাল হোসেন। ভিডিওতে ছিলেন রাব্বি। অপু বিশ্বাস জানান, এর মধ্য দিয়ে দীর্ঘদিন পরে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নেন তিনি।

কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, অনেকদিন পর অপু বিশ্বাসকে নিয়ে ফটোশুট করেছি। সঙ্গে বারিশাও ছিল। দারুণ শুট হয়েছে। বিশেষ করে আকলিমার মেকআপের প্রশংসা রয়েছে। দূর-দূরান্ত থেকে এখানে সাজতে আসে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।

এর আগে এই পার্লারে বিদ্যা সিনহা মিম, কেয়া পায়েল, তানজিন তিশা, পারসা ইভানা, শবনম ফারিয়া, দীঘিসহ দেশের জনপ্রিয় শিল্পীরা ফটোশুটে অংশ নেন।

Click to comment

Leave a Reply

More in ফ্যাশন

To Top