ভারতীয় ‘দৃশ্যম টু’ সিনেমা কোরিয়ান ভাষায় রিমেক হবে
জমজমাট ডেস্ক
কোরিয়ান ভাষায় রিমেক হবে অজয় দেবগান অভিনীত ভারতীয় সিনেমা ‘দৃশ্যম টু’। এতে অভিনয় করবেন জনপ্রিয় কোরিয়ান অভিনেতা সং ক্যাং হো।
২০১৩ সালে প্রথম মালায়ালম ভাষায় ‘দৃশ্যম’ সিনেমাটি নির্মাণ করেছিলেন মোহনলাল। এটি মুক্তির পর এতটাই জনপ্রিয় হয়েছিল যে হিন্দি-সহ ভারতের বহু ভাষায় সিনেমাটি রিমেক করা হয়। ২০২২ সালে নতুনভাবে নির্মিত হয় বলিউডের অজয় দেবগান অভিনীত হিন্দি ‘দৃশ্যম’-এর সিক্যুয়েল ‘দৃশ্যম টু’। এবার কোরিয়ান ভাষায় রিমেক হতে যাচ্ছে এটি।
চলতি বছরের কান উৎসব থেকেই খবরটি পাওয়া যায় যে, ‘দৃশ্যম’ এবার বানানো হবে কোরিয়ান ভাষায়। কুমার মঙ্গত পাঠকের প্যানোরমা স্টুডিওর তত্ত্বাবধানেই নির্মিত হয়েছিল হিন্দি সিনেমার রিমেক।
দক্ষিণ কোরিয়ার অ্যান্থোলজি স্টুডিও’-এর সঙ্গে সেই একই প্রযোজনা সংস্থা যুক্ত থাকবে কোরিয়ান ‘দৃশ্যম’ সিনেমাতেও। আর এটি প্রথম ভারতীয় সিনেমা যেটা কোরিয়ান ভাষায় রিমেক হবে। ভারত এবং কোরিয়ার স্টুডিও প্রথমবার যৌথভাবেই ছবিটির প্রযোজনাও করবে। আগামী বছর কোরিয়ান ‘দৃশ্যম’-এর কাজ শুরু হবে।
ভারতের কুমার মঙ্গত পাঠক বলেন, ভাবতেই পারছি না আমাদের ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি কোরিয়ান ভাষায় তৈরি হবে। কোনো হিন্দি সিনেমার ক্ষেত্রে এটাই প্রথম! শুধু আমাদের সিনেমার প্রচার নয়, হিন্দি সিনেমাকে বিশ্বের মানচিত্রে জায়গা করে দেবে। এতগুলো বছর কোরিয়ান সিনেমা দেখে মুগ্ধ হলাম, শিখলাম। এখন দেখি তারাও আমাদের সিনেমায় কিছু খুঁজে পেয়েছেন!
এ দিকে, দক্ষিণ কোরিয়ায় অ্যান্থোলজি স্টুডিওর সহ-নির্মাতা জে চোইয়ের বলেন, বিপুল সফলতা সম্পন্ন এমন হিন্দি সিনেমাকে কোরিয়ান সংস্কৃতির রসে নতুন করে বানানোর সুযোগ পেয়ে আমরা ভীষণ রোমাঞ্চিত। কাজের ক্ষেত্রেও ভারত আর কোরিয়ার মধ্যে এ ধরনের যৌথ প্রযোজনা এই প্রথম। এই যৌথতার মধ্যে আমরা দুই দেশের সেরাটুকু দিয়ে মূল ‘দৃশ্যম’-এর মতোই দুর্দান্ত একটি সিনেমা বানানোর চেষ্টা করবো।
