ঈদ উপলক্ষে কাজী শুভ’র দশটি গান নিয়ে ধামাকা
জমজমাট প্রতিবেদক
জনপ্রিয় সংগীতশিল্পী-সুরকার কাজী শুভ। ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি।আর শ্রোতাপ্রিয় গান উপহারের মধ্য দিয়ে দেশের সঙ্গীতাঙ্গনে খ্যাতি অর্জন করেছেন।
এবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন ১০ গান নিয়ে হাজির হচ্ছেন এই সংগীতশিল্পী ও সুরকার। ১০ গানের মধ্যে উল্লেখযোগ্য- আর এ আশরাফুলের কথামালায় ও শোভন রয় এর সুর, সংগীতে ‘হইলে বধু মন্দ হবে না’, যা কাজী শুভ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।প্রসেনজিত মন্ডলের কথায় ও শোভন রয় এর সুর, সংগীতের ‘তোমায় ভালোবাসি কন্যা’ প্রকাশ পাবে এম এম প্রোডাকশন নামের ইউটিউব চ্যানেলে। দেলওয়ার আরজুদা সরফ’র কথায়, অভি আকাশের সুরে ‘মাটির পরী’ নামের গানটির সঙ্গীতায়োজন করেন রেজওয়ান শেখ। হুমায়ুন কবিরের কথা ও সুরে এবং আহমেদ সজীবের সঙ্গীতায়োজনে পাগল ‘বানাইলি’সহ অসাধারণ কথামালার নতুন দশটি গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ।
ঈদ উপলক্ষে নতুন দশ গান নিয়ে কাজী শুভ বলেন, ঈদ খুশির দিন। আর এই খুশিটাকে আরো বৃদ্ধি করতে চেষ্টা করেছি ভাল কিছু দর্শক শ্রোতাদের মাঝে উপহার দেওয়ার। নতুন দশটা গানের মধ্যে অধিকাংশই একটু জমজমাট ডান্স মুড এর গান। আশা করি এবারের ঈদে এই গানগুলো শ্রোতাদের জন্য একটা বাড়তি আনন্দ দেবে।
