Connect with us

Jamjamat

বলিউডের সুপারস্টার অক্ষয়ের সিনেমার সেটে দুর্ঘটনায় একজনের মৃত্যু

বলিউড

বলিউডের সুপারস্টার অক্ষয়ের সিনেমার সেটে দুর্ঘটনায় একজনের মৃত্যু

জমজমাট ডেস্ক

বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের সিনেমার সেটে বড় রকমের দুর্ঘটনা ঘটেছে। দুর্গ থেকে পড়ে ইউনিটের এক সদস্যের মৃত্যু হয়েছে। ভারতের মহারাষ্ট্রের কোলাপুরে পানালা দুর্গে চলছিল অক্ষয়ের সিনেমার শুটিং।

সেখানেই সজ্জাকোঠি থেকে পড়ে যান সিনেমার দলের এক কুশলী নাগেশ প্রশান্ত খোবারে। প্রায় দুই সপ্তাহ আগে এই দুর্ঘটনা ঘটে। এতে অক্ষয় কুমারও আহত হয়েছিলেন।

জানা যায়, দুর্গ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত লাগে নাগেশের। ১০ দিন হাসপাতালে ভর্তি থাকার পর তিনি গেছেন। মারাঠি সিনেমা ‘বেদাত মরাঠে বীর দৌদলে সাত’ পরিচালনা করছেন মহেশ মঞ্জরেকর।

সেই পিরিয়ড ড্রামায় ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার।

সম্প্রতি শুটিংয়ের দলে এসে যোগ দেন ক্রু সদস্য নাগেশ প্রশান্ত খোবারে। সেটের ঘোড়ার যত্ন নেওয়ার জন্য তাকে রাখা হয়েছিল।

আনমনা হওয়ার ফলেই ভারসাম্য হারিয়ে সজ্জাকোঠি থেকে পড়ে মাথায় ও বুকে গুরুতর আঘাত লাগে নাগেশের। দুর্ঘটনার পরে দ্রুত কোলাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ১০ দিন ভর্তি থাকার পরে মৃত্যু হয় নাগেশের।

Click to comment

Leave a Reply

More in বলিউড

To Top