তাজা খবর
সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে ব্যার্থ হলেন শাকিব খান
জমজমাট প্রতিবেদক
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা করতে পারলেন না। সাইবার ট্রাইব্যুনালের বিচারকের পরামর্শে তাকে ফিরে যেতে হলো।
বৃহস্পতিবার (২৩ মার্চ) ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াৎ আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় সোমবার (২৭ মার্চ) পরবর্তী কার্যদিবসে তাকে আসার পরামর্শ দেন।
এর আগে একইদিন সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে তিনি একটি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৬ এপ্রিল আসামি রহমত উল্ল্যাহকে হাজির হতে সমন জারি করেছেন।
এ প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে এর আগে মামলা করতে গুলশান থানা ও ডিবি কার্যালয়ে যান শাকিব। তবে থানা থেকে মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্ল্যাহ।
তবে শাকিব খান দাবি করেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্ল্যাহ।
অন্যদিকে, প্রযোজক রহমত উল্ল্যাহকে ‘বাটপার-প্রতারক’ বলায় শাকিব খানের নামে লিগ্যাল নোটিশ পাঠালেন তিনি। আপত্তিকর মন্তব্যের জেরে রহমত উল্ল্যাহর পক্ষে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া।
নোটিশ প্রাপ্তির তারিখ থেকে তিন দিনের মধ্যে গণমাধ্যমের সামনে দেওয়া মন্তব্য/বিবৃতিগুলো সরিয়ে নেয়ার অনুরোধ করা হয়েছে। তা না হলে আপনার (শাকিব খান) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য আমাদের মক্কেলে কাছ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
