চলচ্চিত্র
নির্মাতা তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’ সিনেমার শুটিং শেষ
জমজমাট প্রতিবেদক
পরিচালক তানভীর হাসানের সিনেমা ‘মধ্যবিত্ত’। এতে নায়ক হিসেবে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে ওমর মালিককে। সম্প্রতি সম্পন্ন হয়েছে সিনেমার শেষ লটের শুটিং। সম্পাদনার সব কাজ শেষ করে ছবিটি শিগগিরই সেন্সরে জমা দেবো বলে জানান পরিচালক তানভীর হাসান।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত মাসুম আজিজ, সমু চৌধুরী, বড়দা মিঠু, শবনম পারভীন, নবাগতা রুশা, মায়েশা প্রাপ্তি, আমির সিরাজি, রেবেকা পারভীন, এলিনা শাম্মী, শিশির সর্দার, রিয়াজুল রিজু, সোহেল রানা, রুশাসহ অনেকে।
ওমর মালিক বলেন, এ সিনেমায় আমার চরিত্রের নাম নিলয়। খুবই বন্ধু প্রিয় একটা ছেলে। যে সব সময় ভালো থাকার চেষ্টা করলেও উচ্চবিত্ত পরিবারের চক্করে সে ভালো থাকতে পারে না। সে উচ্চবিত্ত পরিবারে মিশতে গিয়ে দেখতে পায় এখানে ভালোবাসা নেই। এছাড়া অনাকাঙ্ক্ষিত খুনের সাথে নানাভাবে জড়িয়ে পড়ে। সিনেমাটি মৌলিক একটি গল্প নিয়ে তৈরি করা হচ্ছে। যা দেখে আশা করি দর্শককে বিনোদনের পাশাপাশি ভাবনার অনেক খোরাক যোগাবে। শেষ অংশের কাজ আমরা শেষ করলাম আশা করি, কাজটি সবার ভালো লাগবে।
সিনেমায় মোট ৫টি গান আছে। গানগুলো গেয়েছেন বেলাল খান, মোহনা নিশাদ, শফি মণ্ডল, নোলক বাবু, পলি শারমিন ও পুলক অধিকারী।
