জমজমাট প্রতিবেদক

ঢাকার চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা ও মডেল মৃদুলা আহমেদ রেসি পবিত্র নগরী মক্কায় ওমরাহ হজ্ব পালন করলেন। তিনি ওমরাহ পালন শেষে এখনও সৌদি আরব অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র মক্কা শরীফের কয়েকটি ছবি পোস্ট করেছেন এই তারকা। ওমরাহ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন রেসি।

জানা যায়, বর্তমানে স্বামী – সন্তান, সংসার আর ব্যবসা নিয়ে রেসির ব্যস্ততা। ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, ‘অন্তরে প্রেমের আগুন’ ইত্যাদি চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। বিশেষ করে ডিপজলের সঙ্গে জুটি বেঁধে আলোচিত হয়েছিলেন রেসি। বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্রও উপহার দিয়েছেন দুজনে জুটিবদ্ধ হয়ে।

রেসি তার চলচ্চিত্র ক্যারিয়ারে ৫০টির মতো ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত ‘ইয়েস ম্যাডাম’ মুক্তির মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন রকিবুল ইসলাম রাকিব।

Leave a Reply