চলচ্চিত্র
শাকিব খানের সঙ্গে মিমাংসা হলো প্রযোজক রহমত উল্লাহর
জমজমাট প্রতিবেদক
বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপার স্টার শাকিব খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে লিখিত অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ। অভিযোগের একদিন না পেরুতেই ঘটনার মীমাংসা হয়ে গেছে বলে জানান প্রযোজক খোরশেদ আলম খসরু।
আজ (১৬ মার্চ) রাজধানীর একটি রেস্তোরাঁয় দুজনের মধ্যে বিরোধ মীমাংসা হয়ে গেছে বলে জানা গেছে। এ সময় সেখানে খোরশেদ আলম খসরু উপস্থিত ছিলেন বলে তিনি জানিয়েছেন।
গতকাল ১৫ মার্চ বিকেলে স্বশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।
অভিযোগপত্র অনুযায়ী ২০১৭ সালে পূর্ব চুক্তি মোতাবেক অভিনেতা শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজে অস্ট্রেলিয়া যান। সিনেমার শুটিং চলাকালে শাকিব খান যে ক্ষতিকর কাজগুলো করেছেন সেগুলো এই প্রযোজক অভিযোগে বিস্তারিত উল্লেখ করেছেন।