জমজমাট প্রতিবেদক

বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিয়ে বেশ অনেক দিন ধরেই বিতর্ক চলে আসছে। এখন পর্যন্ত আদালত চূড়ান্ত রায় দেয়নি। তারপরেও নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে শিল্পী সমিতির দায়িত্ব পালন করছেন। নানা কারণেই বিভিন্ন সময় সমালোচনার মুখে পরতে হয়েছে তাকে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি সমালোচনা।

নিপুণ তার ফেসবুকে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘গুড নাইট’। আর এই ছবিকে ঘিরেই নতুন সমালোচনার শুরু।

মঙ্গলবার দিনগত রাতে নিপুণ তার ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন। যেখানে এই অভিনেত্রীকে পাওয়া গেছে ১৫-১৬ বছর বয়সী কিশোরীর রূপে। আর পোশাকও ছিল একটু খোলামেলা। ছবি ফেসবুকে পোস্ট করার ঘন্টা কয়েকের মধ্যেই নেটিজেনদের নানা মন্তব্য ঘিরে ধরে তাকে। সবাই ছবিগুলো দেখে নানা ধরণের মন্তব্য করছেন।

চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘বুঝলাম না।’

এই চিত্রনায়ক কী বোঝে নাই সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে এসব আলোচনা-সমালোচনায় নিপুণের ভূমিকা নিরব। তার পক্ষ থেকে এসব মন্তব্যের কোন উত্তর নেই।

ফাহিম আহমেদ নামের একজন লিখেছেন, সেক্রেটারি অবস্থা তো পুরাই করুন। পাশাপাশি এ কে আজাদ নামের একজন মন্তব্য করেছেন, সেক্রেটারির যদি এরকম অবস্থা হয়, তাহলে তার কর্মীদের কি অবস্থা হবে?

নেতিবাচক মন্তব্যের পাশাপাশি আবার অনেকেই তার এই লুকের প্রশংসাও করেছেন।

Leave a Reply